প্রথম উপসাগরীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা করো

প্রথম উপসাগরীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা করো

প্রথম উপসাগরীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা করো
প্রথম উপসাগরীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা করো।

প্রথম উপসাগরীয় যুদ্ধ (১১১০-১১ খ্রিস্টাব্দ)

ইরাক-ইরান যুদ্ধে আমেরিকা ইরাকের পাশে থাকলেও ১৯৯০ খ্রিস্টাব্দে আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক জোট ও ইরাকের মধ্যে যুদ্ধ শুরু হয়, যা প্রথম উপসাগরীয় যুদ্ধ বা First Gulf War নামে পরিচিত। ইরাক তার প্রতিবেশী রাষ্ট্র কুয়েত আক্রমণ ও দখল করলে এই যুদ্ধের সূচনা হয়।

কারণ

  • ইরাক পারস্য উপসাগরীয় অঞ্চলের তেলের খনিগুলির প্রতি পশ্চিমি শক্তিগুলির লোভ দমন করার জন্য কুয়েত দখল করতে সচেষ্ট হয়।
  • কুয়েতের তৈলভাণ্ডার নিজের নিয়ন্ত্রণে এনে সাদ্দাম হোসেন ইরাকে আর্থিক সমৃদ্ধি আনতে চেয়েছিলেন।
  • সাদ্দাম কুয়েতের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, কুয়েত তার তেলের খনিগুলির দায়িত্ব আমেরিকার হাতে ছেড়ে দিয়ে তাদের আধিপত্য বিস্তারের সুযোগ করে দিয়েছে। এর ফলে OPEC (Organisation of Petroleum Exporting Countries) নামে তেল সংস্থার সদস্যরাষ্ট্রগুলির আর্থিক ক্ষতি হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, কুয়েত ইরাকের রুইমালা খনি থেকে চুরি করে তেল উত্তোলনের ফলে ইরাকের আর্থিক ক্ষতি হয়েছে, সেই অর্থমূল্য কুয়েত দিতে অস্বীকার করলে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করেন।

যুদ্ধের গতি

সাদ্দাম হোসেন ১৯৯০ খ্রিস্টাব্দের ৮ আগস্ট ইরাকের সঙ্গে কুয়েতের সংযুক্তি এবং তাকে ইরাকের ১৯তম প্রদেশ হিসেবে ঘোষণাও করেন।

তৈলসমৃদ্ধ আরব দুনিয়া সাদ্দামের নিয়ন্ত্রণে চলে যাওয়ার আশঙ্কায় আমেরিকা ইরাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্যোগ নেয়। সম্মিলিত জাতিপুঞ্জের সময়সীমা অতিক্রান্ত হলে আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ১৫ জানুয়ারি ইরাক আক্রমণ করে। আমেরিকার নেতৃত্বাধীন এই অভিযান মরুঝড় অভিযান (Operation Desert Storm) নামে পরিচিত। এই অভিযানে ইরাক শোচনীয়ভাবে পরাজিত হয়।

ফলাফল

  • যুদ্ধ চলাকালীন সময়ে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ইরাকের অভ্যন্তরে তীব্র গণ অসন্তোষ দেখা দেয়। এতে রুষ্ট হয়ে সাদ্দাম বহু নিরীহ মানুষকে হত্যা করেন।
  • বহুজাতিক বাহিনীর অপারেশন ডেজার্ট স্টর্ম-এর দ্বারা ইরাকের প্রভূত ক্ষতি হয়। প্রচুর পরিমাণে প্রাকৃতিক ও মানবিক সম্পদ ধ্বংস হয়।
  • এই যুদ্ধের দ্বারা সাদ্দামের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কুর্দ উপজাতির উপর বর্বরোচিত আক্রমণের জন্য তিনি বাগদাদের কসাই নামে নিন্দিত হন।
  • সাদ্দাম হোসেনকে সরিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যের তৈলসম্পদের উপর নিজ নিয়ন্ত্রণ কায়েম করে।

আরও পড়ুন – বিংশ শতকে উপনিবেশবিরোধী আন্দোলনের কারণ গুলি আলোচনা করো

Leave a Comment