প্রত্নজীববিদ্যা বলতে কী বোঝো? এর উপশাখাগুলির নাম লেখো

প্রত্নজীববিদ্যা বলতে কী বোঝো? এর উপশাখাগুলির নাম লেখো
প্রত্নজীববিদ্যা বলতে কী বোঝো? এর উপশাখাগুলির নাম লেখো।
জীববিদ্যার যে শাখায় জীবাশ্মের পরীক্ষানিরীক্ষার মাধ্যমে বর্তমানে অবলুপ্ত প্রাগৈতিহাসিক জীব সম্পর্কে আলোচনা করা হয়, তাকে প্রত্নজীববিদ্যা (Paleontology or Paleobiology) বলে।

বর্তমানে প্রত্নজীববিদ্যা দুটি উপশাখায় বিভক্ত। যথা-

(i) প্যালিওবোটানি: উদ্ভিদ জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয়।

(ii) প্যালিওজুলজি: প্রাণী জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয়।

Leave a Comment