প্রত্নজীববিদ্যা বলতে কী বোঝো? এর উপশাখাগুলির নাম লেখো। |
জীববিদ্যার যে শাখায় জীবাশ্মের পরীক্ষানিরীক্ষার মাধ্যমে বর্তমানে অবলুপ্ত প্রাগৈতিহাসিক জীব সম্পর্কে আলোচনা করা হয়, তাকে প্রত্নজীববিদ্যা (Paleontology or Paleobiology) বলে।
বর্তমানে প্রত্নজীববিদ্যা দুটি উপশাখায় বিভক্ত। যথা-
(i) প্যালিওবোটানি: উদ্ভিদ জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয়।
(ii) প্যালিওজুলজি: প্রাণী জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয়।