প্রতিবর্ত ক্রিয়া কীভাবে ঘটে তা একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। |
প্রতিবর্ত ক্রিয়া যেভাবে ঘটে
হঠাৎ কোনো জ্বলন্ত শিখায় হাত পড়ে গেলে হাতটি তৎক্ষণাৎ জ্বলন্ত শিখা থেকে সরে যায়। এক্ষেত্রে প্রতিবর্ত ক্রিয়া যেভাবে ঘটে তা হল- (i) হাতের তালুতে অবস্থিত তাপগ্রাহক উদ্দীপনা গ্রহণ করে। (ii) ওই উদ্দীপনা তাপগ্রাহক থেকে সংজ্ঞাবহ নিউরোনের মাধ্যমে সুষুম্নাকাণ্ডে বাহিত হয়। (iii) সুষুম্নাকাণ্ড থেকে সাড়া আজ্ঞাবহ নিউরোনের মাধ্যমে প্রতিবেদন অঙ্গে (effector) অর্থাৎ হাতের পেশিতে পৌঁছোয়। (iv) হাতের পেশি উদ্দীপিত ও সংকুচিত হয়; ফলে হাতটি তৎক্ষণাৎ জ্বলন্ত শিখা থেকে সরে আসে।