প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? প্রাত্যহিক জীবনে প্রতিবর্তের গুরুত্ব উল্লেখ করো। |
প্রতিবর্ত ক্রিয়ার (Reflex Action)
প্রাণীদেহে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে (সংজ্ঞাবহ উদ্দীপনা) যে স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক ও অনৈচ্ছিক সাড়া (response) সৃষ্টি হয়, তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে।
প্রাত্যহিক জীবনে বিভিন্ন প্রতিবর্তের গুরুত্ব
প্রাত্যহিক জীবনে প্রতিবর্তের গুরুত্ব অপরিসীম। যেমন-(ⅰ) খাদ্য গলাধঃকরণের সময় খাদ্যবস্তু শ্বাসনালিতে ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে কাশি হতে থাকে, যাতে খাদ্যকণা শ্বাসনালি থেকে বাইরে বেরিয়ে আসে। (ii) চোখে যদি হঠাৎ ধুলো-বালি পড়ার উপক্রম হয় সঙ্গে সঙ্গে চোখের পলক পড়ে এবং চোখ মুদে যায়, যাতে ধুলো চোখের মধ্যে ঢুকতে না পারে। (iii) নাকের মধ্যে হঠাৎ কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে হাঁচি হয়ে বিজাতীয় বস্তুকে বাইরে বার করে দেয়।