প্যারি কমিউন কী? ‘এর দুটি উদ্দেশ্য লেখো

প্যারি কমিউন কী? ‘এর দুটি উদ্দেশ্য লেখো – আজকের পর্বে প্যারি কমিউন কী? ‘এর দুটি উদ্দেশ্য আলোচনা করা হল।

    প্যারি কমিউন কী? ‘এর দুটি উদ্দেশ্য লেখো

    প্যারি কমিউন কী? 'এর দুটি উদ্দেশ্য লেখো
    প্যারি কমিউন কী? ‘এর দুটি উদ্দেশ্য লেখো।

    প্যারি কমিউন

    ‘প্যারি কমিউন’ একটি সমাজতন্ত্রী ব্যবস্থার নাম। 1870-1871 খিস্টাব্দে প্রাশিয়ার সঙ্গে ফ্রান্সের যুদ্ধে তৎকালীন ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান পরাজিত ও বন্দি হন। ফলে রাজতন্ত্রের অবসানকল্পে ফ্রান্সের প্রাচীন রাজধানী ভার্সাইতে একটি প্রজাতান্ত্রিক সরকার গঠন করা হয়। এই সরকারের সঙ্গে প্রাশিয়ার যে চুক্তি সাক্ষরিত হয় সেটি ছিল ফ্রান্সের পক্ষে অপমানজনক। ফলে বিপ্লবী ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে মার্কসবাদী সমাজতন্ত্রী ও পুরোনো জ্যাকোবিন নেতাগণের উদ্যোগে এই প্যারি কমিউন নামক সমাজতন্ত্রী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। কিন্তু ফ্রান্সের প্রজাতন্ত্রী সরকারের সঙ্গে এই দলের গৃহবিবাদ শুরু হলে প্রজাতন্ত্রী সরকারের সৈন্যবাহিনী প্যারি কমিউনের বিদ্রোহকে নৃশংসভাবে দমন করতে সক্ষম হয়। এই বিদ্রোহটি পরবর্তীকালে মার্কসবাদী ও সমাজতন্ত্রী চেতনার এক উজ্জ্বল আদর্শরূপে পরিগণিত হয়।

    প্যারি কমিউনের উদ্দেশ্য

    • প্যারিস ছাড়াও সমগ্র ফ্রান্সে আধিপত্য প্রতিষ্ঠা করা।
    • প্যারিস শহরে পৌর প্রশাসনের উন্নতিতে নজর দেওয়া।

    Leave a Comment