পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? পিটুইটারি নিঃসৃত হরমোনগুলি কী কী

পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? পিটুইটারি নিঃসৃত হরমোনগুলি কী কী
পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? পিটুইটারি নিঃসৃত হরমোনগুলি কী কী?

পিটুইটারির অবস্থান

পিটুইটারি গ্রন্থিটি মস্তিষ্কের মূলদেশে করোটির স্ফেনয়েড অস্থির সেলাটারসিকা প্রকোষ্ঠ অবস্থিত। এই গ্রন্থি নিঃসৃত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে এই গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলে।

পিটুইটারি নি:সৃত হরমোন

অগ্র পিটুইটারি: TSH, GH (STH), ACTH, GTH (ICSH, FSH, LTH)

পশ্চাদ্ পিটুইটারি: ADH বা ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন।

Leave a Comment