পার্বত্য অঞ্চলে ভারী শিল্প গড়ে উঠতে পারে না-কারণসহ ব্যাখ্যা করো

পার্বত্য অঞ্চলে ভারী শিল্প গড়ে উঠতে পারে না-কারণসহ ব্যাখ্যা করো

পার্বত্য অঞ্চলে ভারী শিল্প গড়ে উঠতে পারে না-কারণসহ ব্যাখ্যা করো
পার্বত্য অঞ্চলে ভারী শিল্প গড়ে উঠতে পারে না-কারণসহ ব্যাখ্যা করো।
পার্বত্য অঞ্চলগুলিতে ভারী শিল্প গড়ে না ওঠার কারণগুলি হল-

① বন্ধুর ভূপ্রকৃতি:
পার্বত্য অঞ্চলে ভূমিভাগ কন্ধুর প্রকৃতির হওয়ায় উন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠতে পারে না।

② স্বল্প জনবসতি:
বন্ধুর ভূপ্রকৃতি, শীতল জলবায়ু, অনুর্বর মাটি প্রভৃতি কারণে পার্বত্য অঞ্চলে জনবসতি স্বল্প হয়। ফলে, শিল্পজাত দ্রব্যের চাহিদা বা বাজার কম।

③ অন্যান্য বাধা:
পর্যাপ্ত মূলধনের অভাব, উন্নত প্রযুক্তিবিদ্যার অভাব প্রভৃতি অসুবিধা পার্বত্য অঞ্চলে ভারী শিল্পের বিকাশকে ব্যাহত করে।

Leave a Comment