![]() |
পর্ব অ্যানিলিডা (Annelida)-র শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং দুটি উদাহরণ দাও। |
পর্ব অ্যানিলিডা (Annelida; annellus = আংটি) -এর শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ
(i) দেহ সংগঠন (Body organization) : বহুকোশী, ট্রিপ্লোব্লাস্টিক, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম।
(ii) দেহ আকৃতি (Body form) : লম্বা, বেলনাকার (cylindrical) এবং মেটামেরিক অর্থাৎ, আংটির মতো খণ্ডযুক্ত।
(iii) আবরণ (Covering): দেহ নরম, ভিজে কিউটিকল (Cuticle) এবং অনুদৈর্ঘ্য ও বৃত্তাকার পেশি দ্বারা আবৃত।
(iv) সিলোম (Coelom): প্রকৃত সিলোম উপস্থিত। জলীয় সিলোমিক তরল এদের হাইড্রোলিক কঙ্কাল (Hydraulic skeleton) তৈরি করে।
(v) সংবহন (Circulation): বদ্ধ রক্ত সংবহনতন্ত্র উপস্থিত। রক্তরসে হিমোগ্লোবিন থাকায় রক্তের রং লাল হয়।
(vi) গমন অঙ্গ (Locomotory organs): গমন অঙ্গ কাইটিনাস সিটা (কেঁচো) বা অখণ্ডিত প্যারাপোডিয়া (নেরিস) বা চোষক (জোঁক)।
(vii) রেচন অঙ্গ (Excretory organ): নেফ্রিডিয়া।
(viii) জনন (Repro-duction): একলিঙ্গ বা উভলিঙ্গ। যৌন জনন ঘটে।
(ix) শ্বাসঅঙ্গ (Res- piratory organ): ভিজে দেহত্বক (কেঁচো) বা ফুলকা (অ্যাম্ফিট্রাইট)।
(x) স্নায়ুতন্ত্র (Nervous system): উন্নত মস্তিষ্ক, নার্ভ রিং ও অঙ্কীয় নার্ভরজ্জু দ্বারা স্নায়ুতন্ত্র গঠিত।
উদাহরণ: কেঁচো (earthworm)- ফেরেটিমা পসথুমা (Pheretima posthuma) জোঁক (Leech)- হিরুডিনারিয়া গ্রানুলোসা (Hirudinaria granulosa)