পরিবেশের পরিবর্তন কীভাবে উদ্ভিদ অনুভব করে? |
উদ্ভিদের অনুভূতিতে পরিবেশের পরিবর্তন
(i) উদ্ভিদের কোনো স্নায়ুতন্ত্র, জ্ঞানেন্দ্রিয়, পেশি নেই, যাদের সাহায্যে পরিবেশের সঙ্গে তারা দ্রুত সমন্বয় সাধন করবে। সেই কারণে পরিবেশের বিভিন্ন ডদ্দীপনায় সাড়া প্রদান, উদ্ভিদ দেহে খুব ধীর গতিতে এবং দীর্ঘ সময় ধরে ঘটে।
(ii) বিভিন্ন উদ্দীপক যেমন, তাপ, আলো, স্পর্শ, রাসায়নিক পদার্থ প্রভৃতির প্রভাবে উদ্ভিদ কোশের প্রোটোপ্লাজমের মধ্যে ইলেকট্রোকেমিক্যাল স্পন্দন সৃষ্টি করে। সেই স্পন্দন কোশ রসের মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে, সেই অনুযায়ী উদ্ভিদ সাড়া প্রদান করে এবং পরিবেশের সঙ্গে অভিযোজিত হয়।
(iii) উদ্ভিদ দেহে এই সাড়া প্রদানের উদাহরণ হল- চলন বা মুভমেন্ট। এটি দুই প্রকারের হয়- a. বৃদ্ধি সাপেক্ষে চলন, যেমন উদ্ভিদের কান্ড এবং শাখা প্রশাখা আলোকরশ্মির সঙ্গে সমান্তরালভাবে বৃদ্ধি পায়। b. বৃদ্ধি নিরপেক্ষ চলন- লজ্জাবতী উদ্ভিদের যৌগিক পত্রকগুলি স্পর্শ বা দমকা হাওয়ায় মুড়ে যায়।