পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সংজ্ঞা ও উদাহরণ দাও। অথবা, পরাগসংযোগ কাকে বলে? পরাগসংযোগের প্রকারভেদগুলি উল্লেখ করো।

পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সংজ্ঞা ও উদাহরণ দাও। অথবা, পরাগসংযোগ কাকে বলে? পরাগসংযোগের প্রকারভেদগুলি উল্লেখ করো
পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সংজ্ঞা ও উদাহরণ দাও। অথবা, পরাগসংযোগ কাকে বলে? পরাগসংযোগের প্রকারভেদগুলি উল্লেখ করো।

পরাগযোগ বা পলিনেশন (Pollination)

ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের বা একই গাছের অন্য ফুলে বা একই প্রজাতিভুক্ত অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে পরাগযোগ বা পলিনেশন বলে।

প্রকারভেদ (Types): পরাগযোগ প্রধানত দু-প্রকারের হয়, যেমন–1. স্বপরাগযোগ ও 2. ইতর পরাগযোগ।

1. স্বপরাগযোগ (Self pollination): যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডের ওপর পড়ে, তখন তাকে স্বপরাগযোগ বলে।

উদাহরণ: সাধারণত উভলিঙ্গ ফুলে স্বপরাগযোগ দেখা যায়। যেমন-শিম, টম্যাটো, সন্ধ্যামালতি ইত্যাদি।

2. ইতর পরাগযোগ (Cross Pollination) : যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ে, তখন তাকে ইতর পরাগযোগ বলে।

উদাহরণঃ সাধারণত একলিঙ্গ ফুলে ইতর পরাগযোগ ঘটে, যেমন-তাল, পেঁপে, লাউ প্রভৃতি।

Leave a Comment