পবিত্র চুক্তির ব্যর্থতার কারণ কী? |
পবিত্র চুক্তির ব্যর্থতা
1815 খ্রিস্টাব্দের 26 সেপ্টেম্বর রুশ জার প্রথম আলেকজান্ডার পবিত্র চুক্তি ঘোষণা করেছিলেন এবং কয়েকটি রাজ্য ছাড়া ইউরোপের প্রায় সমস্ত রাজাদের সমর্থনের স্বাক্ষর সংগ্রহ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এই চুক্তি ব্যর্থ হয়। তার প্রধান কারণগুলি হল-
① এই চুক্তিতে বৃহত্তম শক্তিধারী ইংল্যান্ড স্বাক্ষর করা থেকে বিরত থাকে। ফলে এই বৃহত্তর শক্তির সহমত গ্রহণে প্রথম আলেকজান্ডার ব্যর্থ হন।
② এই চুক্তি সে কালের রাজনীতিবিদদের মনে সন্দেহের বীজ বপন করেছিল।
③ খ্রিস্টীয় আদর্শে রাষ্ট্রনীতি পরিচালনা মেনে না নিলেও সমস্ত রাজন্যবর্গ জার প্রথম আলেকজান্ডারকে খুশি করার জন্য স্বাক্ষর করেছিলেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে তা গ্রহণ করেননি।
④ তৎকালীন আধুনিক ধর্মনিরপেক্ষ নীতির যুগে ধর্মকে অবলম্বন করে রাষ্ট্র পরিচালনা করার যুক্তি ছিল অযৌক্তিক ও হাস্যকর।
⑤ জনসাধারণের কাছেও এই চুক্তি গ্রহণযোগ্য ছিল না।
⑥ শুধুমাত্র জার প্রথম আলেকজান্ডারের আগ্রহ প্রসূত এই চুক্তিপত্রের ওপর পক্ষপাতিত্ব থাকার ফলে তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে এই চুক্তিপত্রেরও মৃত্যু ঘটেছিল।