নারীশিক্ষা বিস্তারে বামাবোধিনী পত্রিকা-র উদ্যোগ লেখো। |
উনিশ শতকে বাংলাদেশে নারীশিক্ষা বিস্তারে বামাবোধিনী পত্রিকা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল।
উদ্যোগ
নারীদের পিছিয়ে পড়ার কারণ উল্লেখ: এই পত্রিকায় নারীদের শিক্ষায় পিছিয়ে পড়ার বিভিন্ন কারণ উল্লেখ করা হত।
উৎসাহ দান: নারীকল্যাণের প্রথম পদক্ষেপ হিসেবে নারীশিক্ষার উপর এই পত্রিকায় জোর দেওয়া হত। বিভিন্ন বালিকা বিদ্যালয়ে প্রতি মাসে বিনামূল্যে পত্রিকার একটি করে সংখ্যা পাঠানো হত।