নারদনিক আন্দোলন বলতে কী বোঝো

নারদনিক আন্দোলন বলতে কী বোঝো
নারদনিক আন্দোলন বলতে কী বোঝো?

নারদনিক আন্দোলন

নৈরাজ্যবাদী বিপ্লবীরা গণ-সংযোগের মাধ্যমে আন্দোলনকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য গ্রামাঞ্চলে জনতার মধ্যে যাওয়ার নীতি গ্রহণ করেন। তাঁরা রুশ চিন্তাবিদ হার্জেন, বাকুনিন, কার্নিসেভস্কি প্রমুখের চিন্তাধারায় প্রভাবিত হয়ে রুশ কৃষকদের দ্বারা রাশিয়ায় বিপ্লব ও পরিবর্তন ঘটানোর স্বপ্ন দেখেন। নৈরাজ্যবাদীরা বিশ্বাস করতেন যে, গ্রাম কমিউনগুলিকে আশ্রয় করে রাশিয়ায় সমাজতন্ত্রের বিকাশলাভ ঘটবে। 1876 খ্রিস্টাব্দে ‘জমি ও স্বাধীনতা’ নামে একটি সমিতি স্থাপিত হয়। পরে এই সমিতি দু-ভাগে বিভক্ত হয়ে যায়; তার একটির নাম হয় নারদানিয়া ভলিয়া বা জনতার ইচ্ছা। এজন্য এই সমিতির আন্দোলনকে নারদনিক আন্দোলন বা জনতার আন্দোলন বলা হয়।

আন্দোলনের স্বরূপ

প্রগতিশীল বুদ্ধিজীবীরা এই আন্দোলনের সমর্থক ছিলেন। 1874 খ্রিস্টাব্দে প্রায় এক হাজার তরুণ বুদ্ধিজীবী কৃষকের ছদ্মবেশে গ্রামে গিয়ে কৃষকদের মধ্যে বসবাস করে কৃষকবিদ্রোহ গড়ে তুলতে চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের এই প্রচেষ্টা সফল হয়নি। কারণ, তাদের কর্মপদ্ধতি ও রাজনৈতিক চিন্তাধারা অশিক্ষিত কৃষকদের কাছে সহজবোধ্য না হওয়ায় তারা কৃষকদের সমর্থন লাভ করেননি।

Leave a Comment