দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের কারণগুলি লেখো

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের কারণগুলি লেখো – আজকের পর্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের কারণগুলি আলোচনা করা হল।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের কারণগুলি লেখো

    দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের কারণগুলি লেখো
    দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের কারণগুলি লেখো।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের কারণ

    ভূমিকা

    প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমেরিকা যুক্তরাষ্ট্র পররাষ্ট্র ক্ষেত্রে যুদ্ধকে এড়িয়ে চলার নীতি গ্রহণ করেছিল। আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট অবশ্য এই নীতিকে পছন্দ করতেন না। শেষে 1947 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর জাপান আমেরিকার পার্ল হারবার আক্রমণ করলে তার পরের দিনই মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে।

    মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের কারণ

    ① রুজভেল্টের ভূমিকা

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা মিত্রপক্ষের প্রতি সহানুভূতিসম্পন্ন ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে রুজভেল্ট ইউরোপ থেকে বিচ্ছিন্ন হওয়ার নীতি পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন।

    ② পরিবর্তিত পরিস্থিতি

    ব্রিটেনের ওপর জার্মানির বিমান আক্রমণের বহর দেখে মার্কিন যুক্তরাষ্ট্র শঙ্কিত হয়ে পড়ে। তা ছাড়া তারা বুঝতে পারে ইংল্যান্ড ও ফ্রান্সে গণতন্ত্রের পতন হলে তারাও নিরাপদে থাকতে পারবে না। তাই যুক্তরাষ্ট্র ‘ক্যাশ অ্যান্ড ক্যারি’ ও ‘লেন্ড-লিজ’ আইন পাস করে যুদ্ধে যোগদানের সিদ্ধান্ত নেয়।

    ③ আটলান্টিক সনদের ভূমিকা

    আটলান্টিক সনদে স্বাক্ষরকারী আমেরিকা যুক্তরাষ্ট্র সনদের শর্তাবলিকে বাস্তবায়িত করার জন্য যুদ্ধে যোগ দেয়।

    ④ দূরপ্রাচ্যের ঘটনাবলি

    জাপান এই সময় চিন ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় তার আধিপত্য বিস্তারে উদ্যোগী হয়। ইন্দোচিন থেকে আমেরিকা জাপানি সেনা প্রত্যাহারের জন্য দাবি জানাতে থাকে। এই সমস্ত ঘটনাবলি আমেরিকার বিচ্ছিন্নতার অবসান ঘটায়।

    ⑤ অক্ষচুক্তি স্থাপন

    1937 খ্রিস্টাব্দে জাপান, জার্মানি ও ইটালির মধ্যে অক্ষচুক্তি স্বাক্ষরিত হলে পরিস্থিতি বদলে যায়। আমেরিকার সঙ্গে জাপানের সম্পর্ক পরিবর্তিত হতে থাকে। ফলে আমেরিকা বাধ্য হয়ে তার বিদেশনীতির পরিবর্তন ঘটায়।

    ⑥ প্রত্যক্ষ কারণ

    উপরিউক্ত পরিস্থিতিতে জাপানে উগ্রবাদী হিদেকি তোজো প্রধানমন্ত্রী হন। ঘটনাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দোচিন থেকে জাপানি সেনা প্রত্যাহারের দাবি জানায়। উভয়পক্ষ এসময় এই বিষয় নিয়ে ওয়াশিংটনে আলোচনায় বসে। আলোচনা চলাকালে জাপান আমেরিকার পার্ল হারবারে বোমা নিক্ষেপ করে। ফলে আমেরিকা তার নিরপেক্ষতা নীতি থেকে সরে এসে বিশ্বযুদ্ধে যোগদান করে।

    উপসংহার

    দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা যোগদান করায় যুদ্ধের গতি-প্রকৃতি বদলে যায়। মিত্রপক্ষের ক্ষমতা ও জয়ের পথ মসৃণ হয়। আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন বিশ্বে গণতন্ত্রকে নিরাপদ করার জন্য আমেরিকা যুদ্ধে যোগদান করছে বলে ঘোষণা করে।

    Leave a Comment