দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিল – আজকের পর্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিল ta আলোচনা করা হল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিল
দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিল? |
দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিল
ভূমিকা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানবসভ্যতার ইতিহাসে কলঙ্ক বিশেষ। তবে এই ভয়াবহ যুদ্ধের জন্য বেশিরভাগ ঐতিহাসিকরা জার্মানির শাসক হিটলারকে দায়ী করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলারকে যে কারণগুলির জন্য দায়ী করা হয় সেগুলি হল-
① জার্মান জাতিতত্ত্ব
জার্মান শাসক তথা নাতসি দলের প্রতিষ্ঠাতা হিটলার উগ্র জার্মান জাতিতত্ত্বকে বাস্তবায়িত করার জন্য যুদ্ধ ডেকে এনেছিলেন।
② সাম্রাজ্যবাদ
হিটলারের সাম্রাজ্যবাদী নীতির কারণে 1939 খ্রিস্টাব্দে এমন একটা সময় আসে যখন বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে।
③ আধিপত্য কায়েম
হিটলার চেয়েছিলেন সমগ্র বিশ্বের ওপর জার্মানির আধিপত্য কায়েম করতে। আর এই আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধকেই একমাত্র পথ বলে তিনি মনে করেছিলেন।
④ ভার্সাই সন্ধির অপমানের জবাব
1919 খ্রিস্টাব্দে জার্মানি বাধ্য হয়ে ভার্সাইয়ের অপমানজনক সন্ধি মেনে নিয়েছিল। পরবর্তীকালে হিটলার চেয়েছিলেন সেই অপমানের প্রতিশোধ নিতে। সেই কারণে তাঁর নেওয়া পদক্ষেপগুলি সমগ্র বিশ্বকে বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয়।
উপসংহার
অনেক ঐতিহাসিক মনে করেন নির্দিষ্ট পরিকল্পনা করেই হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ ডেকে এনেছিলেন। বিশ্বে জার্মান আধিপত্য স্থাপনে তাঁর তীব্র প্রয়াস এই যুদ্ধ ঘটালেও তা মানবসভ্যতার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়রূপে চিহ্নিত হয়ে রয়েছে।