দ্বাদশ শ্রেণি ইতিহাস পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক ভারতের শাসন ছোটো প্রশ্ন ও উত্তর

সূচিপত্র

দ্বাদশ শ্রেণি ইতিহাস পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক ভারতের শাসন ছোটো প্রশ্ন ও উত্তর
দ্বাদশ শ্রেণি ইতিহাস পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক ভারতের শাসন ছোটো প্রশ্ন ও উত্তর

মহারানির ঘোষণা’ কী? অথবা, ‘মহারানির ঘোষণা’ কবে পাস হয়?

1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পর 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ইংল্যান্ডের মহারানি ভিক্টোরিয়া এক আইনের মাধ্যমে ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন। এটি ‘মহারানির ঘোষণা’ নামে পরিচিত।

‘ভারতের প্রথম ভাইসরয়’কে ছিলেন?

ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।

‘মলে-মিন্টো সংস্কার আইন’ বা ‘কাউন্সিল আইন’ কবে পাস হয়?

1909 খ্রিস্টাব্দে ‘মর্লে-মিন্টো সংস্কার আইন’ পাস হয়। এটি ‘কাউন্সিল অ্যাক্ট’ নামে পরিচিত।

মর্লে-মিন্টো সংস্কার আইনে কী বিষয়ে সংরক্ষণ করা হয়? 

‘মর্লে-মিন্টো সংস্কার আইনে’ (1909 খ্রিস্টাব্দ) দ্বারা মুসলমান সম্প্রদায়কে আইনসভায় পৃথকভাবে মুসলিম সদস্য নির্বাচনের অধিকার দান করা হয়। এর দ্বারা সাম্প্রদায়িকতাকে ইন্ধন দেওয়া হয়।

কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়?

1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়।

লখনউ চুক্তি কবে, কাদের মধ্যে সম্পাদিত হয়? অথবা, কোন্ দুটি দলের মধ্যে লখনউ চুক্তি স্বাক্ষরিত হয়?

1916 খ্রিস্টাব্দে তিলক ও জিন্নার উদ্যোগে কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে ‘লখনউ চুক্তি’ স্বাক্ষরিত হয়।

মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়?

1919 খ্রিস্টাব্দে মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তিত হয়।

রাওলাট আইনের পিছনে কী উদ্দেশ্য ছিল? রাওলাট কমিশন বা সিডিশন কমিশন কী?

ভারতে ব্রিটিশ বিরোধী বৈপ্লবিক কার্যকলাপ ও রাজনৈতিক আন্দোলন দমনের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে (1927 খ্রি.) পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। এটি ‘রাওলাট কমিশন’ বা ‘সিডিশন কমিশন’ নামে পরিচিত।

রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন?

গান্ধিজি রাওলাট সত্যাগ্রহের সূচনা করেন।

রাওলাট আইন কী? অথবা, রাওলাট আইন কবে পাস হয়?

ভারতে বৈপ্লবিক কার্যকলাপ ও রাজনৈতিক আন্দোলন দমনের জন্য ব্রিটিশ সরকার 1918 খ্রিস্টাব্দের 18 মার্চ একটি আইন পাশ করে। এটি রাওলাট আইন নামে পরিচিত।

চৌরিচৌরার ঘটনা কী? অথবা, গান্ধিজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?

1922 খ্রিস্টাব্দের 5 ফ্রেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা নামক স্থানে পুলিশের অমানুষিক অত্যাচারে ক্ষিপ্ত হয়ে জনতা থানায় আগুন ধরিয়ে দেয়। এতে 22 জন পুলিশ জীবন্ত দগ্ধ হয়। এটি চৌরিচৌরা ঘটনা নামে পরিচিত। অহিংস আন্দোলনে হিংসার অনুপ্রবেশ ঘটায় গান্ধিজি মর্মাহত হন এবং 25 ফেব্রুয়ারি আন্দোলন প্রত্যাহার করেন।

জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড’ কী?

1913 খ্রিস্টাব্দের 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের ঘেরা মাঠে প্রায় 10 হাজার মানুষ সমবেত হয়। রাওলাট আইন ও সরকারের চরম নীতির বিরুদ্ধে এটি ছিল একটি শান্তিপূর্ণ সমাবেশ।

অমৃতসরের সামরিক শাসক জেনারেল ডায়ারের নির্দেশে পুলিশগুলি চালালে প্রায় সহস্রাধিক মানুষের মৃত্যু হয়। এটি ‘জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড’ নামে পরিচিত।

রবীন্দ্রনাথ ঠাকুর কবে, কেন নাইট উপাধি ত্যাগ করেন?

জালিয়ানওয়ালাবাগের বীভৎস ও বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন।

ব্রিটিশ সরকার কাকে ‘কাইজার-ই-হিন্দ’ উপাধি প্রদান করেছিল?

ব্রিটিশ সরকার গান্ধিজিকে ‘কাইজার-ই-হিন্দ’ উপাধি প্রদান করেন।

কবে, কার সভাপতিত্বে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গড়ে ওঠে?

1920 খ্রিস্টাব্দের 31 অক্টোবর বোম্বাই-এ লালা লাজপত রায়ের সভাপতিত্বে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) গঠিত হয়।

কবে, কোথায় বিদেশের মাটিতে ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠিত হয়?

1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। এম এন রায়, অবনী মুখার্জী প্রমুখ কমিউনিস্ট ভাবধারায় বিশ্বাসীদের উদ্যোগে এটি গড়ে ওঠে। 

‘কবে, কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি’ গঠিত হয়?

1925 খ্রিস্টাব্দের 26 ডিসেম্বর কানপুরে সিঙ্গারাভেলু চেট্টিয়ার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। 

মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত হন?

মিরাট ষড়যন্ত্র মামলায় 33 জন শ্রমিক নেতা অভিযুক্ত হন।

মিরাট ষড়যন্ত্র মামলায় দুজন বিদেশি অভিযুক্তের নাম লেখো।

মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত 33 জন কমিউনিস্ট নেতার মধ্যে তিনজন ব্রিটিশ নাগরিক ছিলেন। এঁরা হলেন বেঞ্জামিন ফ্রান্সিস ব্রাডলি, ফিলিপ স্প্র্যাট, ও লেন্টর হাচিনসন। 

‘দ্বিজাতি’ তত্ত্ব কী?

দ্বিজাতি তত্ত্ব বলতে বোঝায় হিন্দু-মুসলমান দুটি পৃথক জাতি এবং উভয়ের স্বার্থ আলাদা। স্যার সৈয়দ আহম্মদ খান ছিলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। 

কে মুসলিম লিগ প্রতিষ্ঠা করেন? কে এর প্রথম সভাপতি নিযুক্ত হন?

ঢাকার নবাব সলিমউল্লাহের উদ্যোগে 1906 খ্রিস্টাব্দের 30 ডিসেম্বর ঢাকার সারা ভারত মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়।

মহামান্য আগা খাঁ এর প্রথম সভাপতি নিযুক্ত হন।

সিমলা সাক্ষাৎকার প্রতিনিধি দলে কে নেতৃত্ব দেন?

সিমলা সাক্ষাৎকার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহামান্য আগা খান।

সিমলা দৌত্য বা সিমলা ডেপুটেশন (Simla Deputation) বা আগা খাঁ দৌত্য কী?

1906 খ্রিস্টাব্দের 1 অক্টোবর মহামান্য আগা খানের নেতৃত্বে ৩৫ জন অভিজাত মুসলিমের এক প্রতিনিধি দল সিমলায় বড়োলাট মিন্টোর নিকট একটি প্রতিবেদন পত্র দেন। এটি ‘সিমলা দৌত্য’ বা ‘সিমলা ডেপুটেশন’ নামে পরিচিত। এতে মুসলমানদের স্বার্থরক্ষার জন্য কতগুলি দাবি জানানো হয়।

কাদের মধ্যে ‘লখনউ চুক্তি’ স্বাক্ষরিত হয়?

1916 খ্রিস্টাব্দে বাল গঙ্গাধর তিলক ও জিন্নার উদ্যোগে কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে লখনউ চুক্তি স্বাক্ষরিত হয়।

হোমরুল আন্দোলন কী?

1916 খ্রিস্টাব্দে মাদ্রাজে মিসেস অ্যানি বেশান্ত ও পুণায় বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে ভারতবাসীর স্বায়ত্বশাসনাধিকার আদায়ের জন্য যে আন্দোলন শুরু হয় তা হোমরুল আন্দোলন নামে পরিচিত।

গান্ধি-আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

1931 খ্রিস্টাব্দের ৫ মার্চ গান্ধি আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়।

কবে এবং কেন সাইমন কমিশন গঠিত হয়েছিল?

1927 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার প্রখ্যাত আইনজ্ঞ স্যার জন সাইমনের নেতৃত্বে 7 জন সদস্য বিশিষ্ট একটি কমিশন ভারতে প্রেরণ করেন। এটি সাইমন কমিশন নামে পরিচিত। এর উদ্দেশ্য ছিল- (1) 1919 খ্রিস্টাব্দের সংস্কার আইন কতটা কার্যকর হয়েছে তা খতিয়ে দেখা, (ii) ভারতীয়দের স্বার্থে সংবিধানিক সংস্কারের খসড়া রচনা করা।

ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন?

ভারতের শাসনতান্ত্রিক সংস্কারের জন্য 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে প্রেরিত হলেও এতে কোনো ভারতীয় সদস্য ছিল না। ভারতীয়রা একে ‘জাতীয় অপমান’ বলে। গণ্য করে। তাই কংগ্রেস, মুসলিম লিগ, কমিউনিস্ট পার্টি, হিন্দু মহাসভা প্রভৃতি সংগঠন এই কমিশন বর্জন করে।

‘ভারত শাসন আইন’ কবে পাস হয়? কবে তা কার্যকর হয়?

1935 খ্রিস্টাব্দে ‘ভারত শাসন আইন’ পাস হয়। 1937 খ্রিস্টাব্দের 1 এপ্রিল এই আইন কার্যকর হয়।

1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে কার হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়?

1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে গভর্নর-জেনারেলের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়। মন্ত্রীপরিষদের কাজে হস্তক্ষেপের পূর্ণ অধিকার তাঁকে দেওয়া হয়।

নেহরু রিপোর্ট কী?

ভারতসচিব লর্ড বার্কেনহেড বিদ্রুপের সঙ্গে ভারতীয় নেতৃবৃন্দকে সকল রাজনৈতিক দলের পক্ষে গ্রহণযোগ্য একটি সংবিধান রচনার চ্যালেঞ্জ জানান।

কংগ্রেস ভারত সচিবের এই চ্যালেঞ্জ গ্রহণ করে ও 1928 খ্রিস্টাব্দে মতিলাল নেহরুর সভাপতিত্বে একটি কমিটির হাতে ভারতের ভবিষ্যত সংবিধান রচনার দায়িত্ব অর্পণ করা হয়। ওই বছরের শেষে এই কমিটি যে যে ‘খসড়া সংবিধান তৈরি করে যা ‘নেহরু রিপোর্ট’ নামে পরিচিত।

কে, কবে চৌদ্দদফা দাবি [Fourteen Points] উত্থাপন করেন?

1929 খ্রিস্টাব্দের মার্চ মাসে দিল্লিতে অনুষ্ঠিত মুসলিম লিগের অধিবেশনে মহম্মদ আলি জিন্না তাঁর বিখ্যাত চৌদ্দদফা দাবি [Fourteen Points] উত্থাপন করেন।

‘Now or Never’ (এখন অথবা কখনও না) পুস্তিকাটি কে রচনা করেন?

কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত চৌধুরি রহমত আলি ‘Now or Never’ নামক পুস্তিকাটি (1933 খ্রিস্টাব্দে) রচনা করেন।

কবে ‘পাকিস্তান’ প্রস্তাবটি গৃহীত হয়?

1940 খ্রিস্টাব্দের মার্চ মাসে মুসলিম লিগের ‘লাহোর অধিবেশনে’ পাকিস্তান প্রস্তাবটি গৃহীত হয়। এখানে জিন্নাহ বলেন- ভারত সমস্যার একমাত্র সমাধান হল ভারত বিভাজন।

কে, কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন?

ব্রিটিশ প্রধানমন্ত্রী ‘র‍্যামসে ম্যাকডোনাল্ড’ 1932 খ্রিস্টাব্দের 16 আগস্ট সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন।

পুনা চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

1932 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর বর্ণ হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি মদনমোহন মালব্য ও অনুন্নত হিন্দু সম্প্রদায়ের নেতা ড. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়।

‘মাহাদ মার্চ’ বলতে কী বোঝ? 

ড. আম্বেদকরের নেতৃত্বে 1927 খ্রিস্টাব্দে 20 মার্চ মহারাষ্ট্রের কোলবা জেলার চৌদার জলাশয় থেকে নিম্নবর্ণ তথা অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষেরা জল ব্যবহারের জন্য যে আন্দোলন শুরু করে তা ‘মাহাদ মার্চ’ নামে পরিচিত।

কবে, কার নেতৃত্বে ‘ভাইকম সত্যাগ্রহ’ শুরু হয়?

1924 খ্রিস্টাব্দে শ্রীনারায়ণ গুরুর নেতৃত্বে ত্রিবাঙ্কুরের ভাইকম গ্রামের একটি মন্দিরে নিম্নবর্ণের মানুষদের প্রবেশের অধিকারের জন্য যে আন্দোলন শুরু হয় তা ‘ভাইকম সত্যাগ্রহ’ নামে পরিচিত।

ঔপনিবেশিক ভারতে ‘দেশিয় রাজ্য’ [Princely state] বলতে কী বোঝায়?

1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পূর্বে ভারতীয় ভূ-খণ্ডে ব্রিটিশ প্রত্যক্ষ শাসনের বাইরে ছোটো বড়ো সব মিলিয়ে প্রায় 565 টি স্বশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। এগুলি দেশিয় রাজ্য নামে পরিচিত। জুনাগড়, হায়দ্রাবাদ, কাশ্মীর, মহীশূর প্রভৃতি ছিল এগুলির মধ্যে অন্যতম।

অধীনতামূলক মিত্রতা নীতি [Subsidiary Alliance] তে কি বলা হয়েছিল?

লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতিতে (1798 খ্রি.) বলেন যে সকল দেশিয় রাজা কোম্পানির অধীনতামূলক নীতিতে আবদ্ধ হবেন কোম্পানি মিত্র রাজ্যটিকে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করবে। হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম এই নীতি গ্রহণ করেন।

‘স্বত্ববিলোপ নীতি’ [Doctrine of Lapse] কী?

ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে সাম্রাজ্যবাদী গভর্নর-জেনারেল লর্ড ডালহৌসির এক অভিনব ব্যবস্থা হল স্বত্ববিলোপ নীতি (1848 খ্রি.)।

এতে বলা হয় কোম্পানির সৃষ্ট বা কোম্পানির আশ্রিত কোনো দেশিয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে ওই রাজ্যটি সরাসরি কোম্পানির অধিকারে আসবে। অপুত্রক রাজার দত্তক পুত্রের অধিকার স্বীকৃত হবে না।

স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে ডালহৌসি কোন্ কোন্ রাজ্য গ্রাস করেন?

গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে সাতারা (1848 খ্রি.), সম্বলপুর, জায়ৎপুর, বাঘাট, এবং উদয়পুর (1852 খ্রি.), ঝাঁসি, নাগপুর (1854 খ্রি.) ও তাঞ্চোর (1855 খ্রি.) জয় করেন।

‘খেদা সত্যাগ্রহ’ কী?

1917-18 খ্রিস্টাব্দে অজন্মা, শস্যহানি, দুর্ভিক্ষ ইত্যাদি কারণে গুজরাটের খেদা, বা খেড়া বা কেরা জেলার কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। তাসত্ত্বেও সরকার 30% কর বৃদ্ধি ও আদায়ের ক্ষেত্রে কড়াকড়ি শুরু করে। 1818 খ্রি. 22 মার্চ গান্ধিজির নেতৃত্বে সেখানকার কৃষকরা যে আন্দোলন শুরু করে তা খেদা সত্যাগ্রহ নামে পরিচিত।

কবে, কার, নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়?

1928 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে গুজরাটের সুরটি জেলার বারদৌলি তালুকে যে আন্দোলন শুরু হয় তা ‘বারদৌলি সত্যাগ্রহ’ নামে পরিচিত। 45. বিংশ শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল?

‘পঞ্চাশের মন্বন্তর’ কী?

1943 খ্রিস্টাব্দে বাংলা সন 1350 বঙ্গাব্দে বাংলায় এক ভয়ঙ্কর মন্বন্তর দেখা দিয়েছিল। ইতিহাসে এটি ‘পঞ্চাশের মন্বন্তর’ নামে পরিচিত।

1943 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে খাদ্য উৎপাদন হ্রাস, একশ্রেণির মানুষের স্বার্থলোলুপতা, কালোবাজারি, ফাটকাবাজির, প্রশাসনের অকর্মণ্যতা ইত্যাদির ফলে বাংলায় এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয়। এতে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। 1350 বঙ্গাব্দে এটি ঘটেছিল বলে ইতিহাসে তা ‘পঞ্চাশের মন্বন্তর’ নামে পরিচিত।

Leave a Comment