দ্বাদশ শ্রেণি ইতিহাস দ্বিতীয় অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার ছোটো প্রশ্ন ও উত্তর |
সাম্রাজ্যবাদ বলতে কী বোঝ?
উপনিবেশবাদ বলতে কী বোঝ?
লাতিন শব্দ Colonia থেকে Colonialism বা উপনিবেশবাদ কথাটি এসেছে, যার অর্থ প্রভূত সম্পত্তি। উপনিবেশ শব্দটির প্রকৃত অর্থ হল জনসমাজের একটি স্থানান্তরিত অংশ। এই অংশটি নিজেদের স্বার্থে, অর্থনৈতিক উদ্দেশ্যে অন্য কোনো দেশে উপনিবেশ স্থাপন করে এবং শোষণ করে। এই ঘটনাই হল উপনিবেশবাদ।
জে এ হবসনের গ্রন্থটির নাম কী?
জে এ হবসনের গ্রন্থটির নাম হল ‘Imperialism A Study’।
‘Imperialism: The Highest Stage of Capitalism’ গ্রন্থটি কার লেখা?
‘Wealth of Nations’ গ্রন্থটির রচয়িতা কে?
‘Wealth of Nations’ গ্রন্থটির রচয়িতা অ্যাডাম স্মিথ।
কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়?
1776 খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়।
‘নয়া সাম্রাজ্যবাদ’ বা ‘নব্যসাম্রাজ্যবাদ’ কী?
1870 খ্রিস্টাব্দের পর ইউরোপের বড়ো জাতিগুলি ইউরোপের বাইরে উপনিবেশ বিস্তারে অগ্রসর হয়, ফলে ইউরোপের বাইরে কাঁচামাল সমৃদ্ধ ও বাজারযুক্ত দেশগুলি ইউরোপীয় জাতিগুলির উপনিবেশে পরিণত হয়। এই ঘটনাই ‘নয়া সাম্রাজ্যবাদ’ নামে পরিচিত।
‘আফ্রিকা কাড়াকাড়ি’ বলতে কী বোঝায়?
1870 খ্রি. পর থেকে সমগ্র আফ্রিকায় সাম্রাজ্যবাদের প্রসার ঘটে, ফলে ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলি নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থে আফ্রিকা দখলে আগ্রহী হয়। এই পরিস্থিতি ‘আফ্রিকা কাড়াকাড়ি’ নামে পরিচিত।
‘মার্কেন্টাইলবাদ’ কী?
ষোলো থেকে আঠারো শতকের মধ্যে ইউরোপে ‘মার্কেন্টাইলবাদের’ প্রসার ঘটে। এর ফলে সংশ্লিষ্ট রাষ্ট্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে সমৃদ্ধ করার প্রচেষ্টা শুরু হয়। অন্য মতানুসারে, মার্কেন্টাইলবাদ এক বিশিষ্ট অর্থনৈতিক মতবাদ। যা জ্ঞানদীপ্তির সময়কালের স্বৈরতন্ত্রের পরিপূরক।
নানকিং সন্ধির দুটি শর্ত লেখো।
1842 খ্রিস্টাব্দের নানকিং সন্ধির দুটি শর্ত হল: ইউরোপীয় বাণিজ্যের জন্য দক্ষিণ চিনের ক্যান্টনসহ পাঁচটি বন্দর খুলে দিতে হবে। এই পাঁচটি বন্দরে ইংরেজরা অতিরাষ্ট্রিক অধিকার লাভ করবে।
মুক্তদ্বার নীতি বলতে কী বোঝায়?
1899 খ্রি. মার্কিন পররাষ্ট্রসচিব জন হে ঘোষণা করেন যে, চিনে নানা শক্তির দ্বারা অধিকৃত এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রকে সমান বাণিজ্যিক অধিকার দিতে হবে। তা না হলে মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্যিক ক্ষেত্রে অন্যান্য দেশগুলিকে বাধা দেবে। এই নীতি ‘মুক্তদ্বার নীতি’ নামে পরিচিত।
হিলফারডিং-এর লেখা বইটির নাম কী?
হিলফারডিং-এর লেখা বইটির নাম হল ‘Finance Capital’
‘হবসন-লেনিন তত্ত্ব’ কী?
প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ হবসন মনে করেছিলেন যে, পশ্চিমি দেশগুলিতে অর্থনৈতিক অসাম্যের ফলে পুঁজিপতিদের হাতে প্রভূত মূলধন জমতে থাকে। এই মূলধন বিনিয়োগের জন্য দেশগুলি নিজের সরকারকে সাম্রাজ্য বিস্তারে বাধ্য করে। অন্যদিকে রাশিয়ার কমিউনিস্ট নেতা লেনিন পুঁজিবাদকে ‘সাম্রাজ্যবাদের উৎস’ বলে অভিহিত করেন। তিনি মনে করেন যে, প্রয়োজনের অতিরিক্ত পণ্য বিক্রয় এবং শিল্পদ্রব্য উৎপাদনের জন্য সস্তায় কাঁচামাল সংগ্রহের উদ্দেশ্যে পুঁজিবাদী দেশগুলি উপনিবেশ দখলের লড়াইতে মত্ত হয়ে ওঠে। এই তত্ত্বই ‘হবসন-লেনিন তত্ত্ব’ নামে পরিচিত।
সর্বপ্রথম কোথায় শিল্পবিপ্লব শুরু হয়েছিল?
সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্পবিপ্লব শুরু হয়েছিল।
লগ্নি পুঁজি কী?
বড়ো শিল্পপতিরা যে পুঁজিরা অর্থ লগ্নি করে মুনাফা অর্জন করে থাকে। তাকে ‘লগ্নি পুঁজি’ বলে।
কে ‘উড়ন্ত মাকু’ আবিষ্কার করেন?
জন কে ‘উড়ন্ত মাকু’ আবিষ্কার করেন।
‘সিলি মতবাদ’ কী?
ব্রিটিশ চিন্তাবিদ জন সিলি 1883 খ্রিস্টাব্দে এক ধারণা প্রচারে বলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া যেভাবে দ্রুত ক্ষমতা বিস্তার করছে তার ফলে ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানি সাধারণ দেশে পরিণত হবে। ফলে ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানি উপনিবেশ দখল করে লোকবল, সম্পদ ও সামরিক ঘাঁটি না বাড়ালে তারা তাদের সম্মান রাখতে পারবে না। এই মতবাদ ‘সিলি মতবাদ’ নামে। পরিচিত।
‘শ্বেতাঙ্গদের বোঝা’ বা ‘White Man’s Burden’ বলতে কী বোঝায়?
ইংরেজ লেখক বুডইয়ার্ড কিপলিং এবং ফরাসি লেখক জুল ফেরি এই মতের প্রবক্তা। তাঁদের মতে, শ্বেতাঙ্গরা যেহেতু উন্নত সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক সেহেতু তাদের পৃথিবীর অনুন্নত কৃম্নাঙ্গ জাতিগুলিকে সুসভ্য করার জন্যই এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনুন্নত অঞ্চলে আধিপত্য বিস্তার করা দরকার। তবে বিষয়টি ছিল সাম্রাজ্যবাদ বিস্তারের একটি অজুহাত মাত্র।
উগ্র জাতীয়তাবাদ কী?
1870 খ্রি. পরবর্তীকালে প্রতিটি ইউরোপীয় জাতির মধ্যে পারস্পরিক সন্দেহ ও বিরোধ বৃদ্ধি পায়। ফলে তারা উপনিবেশ বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে। এই ঘটনা ‘উগ্র জাতীয়তাবাদ’ নামে পরিচিত।
সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে ছিলেন?
সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা ছিলেন চার্লস ডারউইন।
‘সংকীর্ণ জাতীয়তাবাদ’ কী?
ইউরোপের কতিপয় পুঁজিপতি নিজেদের লক্ষ্য ও স্বার্থকে জাতীয় লক্ষ্য ও স্বার্থের সমার্থক বলে প্রচার করে। এই জাতীয়তাবাদ ‘সংকীর্ণ জাতীয়তাবাদ’ নামে পরিচিত।
‘বর্ণবৈষম্য নীতি’ কোন্ দেশে বলবৎ হয়?
‘বর্ণবৈষম্য নীতি’ দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মতো দেশে বলবৎ হয়।
দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতির নাম কী?
দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতির নাম নেলসন ম্যান্ডেলা।
কবে, কাদের মধ্যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল?
1756 খ্রি. থেকে 1763 খ্রি. পর্যন্ত ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল।
ফরাসি ইন্দোচিন কবে গঠিত হয়?
1887 খ্রি. ফরাসি ইন্দোচিন গঠিত হয়।
কবে, কাদের মধ্যে সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?
1816 খ্রি. ইংল্যান্ড ও নেপালের মধ্যে সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
ম্যাথু পেরি কে ছিলেন?
ম্যাথু পেরি ছিলেন মার্কিন সেনাপতি।
স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন সুতান জারির।
পুতুল সরকার কী?
যখন কোনো শক্তিশালী দেশ অপেক্ষাকৃত দুর্বল দেশের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং দেশের সরকারকে নিজেদের ইচ্ছেমতো পরিচালনা করে, তখন তাকে বলা হয় ‘পুতুল সরকার’।
আটলান্টিক ক্রীতদাস ব্যাবসা কী?
আমেরিকায় আটলান্টিক মহাসাগর অতিক্রম করে আফ্রিকার কৃয়াঙ্গ ক্রীতদাসদের রপ্তানি করার যে ব্যাবসা, তা আটলান্টিক ক্রীতদাস ব্যাবসা নামে পরিচিত।