দশম শ্রেণি প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রানীদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন ২ নম্বরের প্রশ্ন ও উত্তর

সূচিপত্র

দশম শ্রেণি প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রানীদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
দশম শ্রেণি প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রানীদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন ২ নম্বরের প্রশ্ন ও উত্তর

‘LH ও ICSH মানবদেহে জননগ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে’ বক্তব্যটির যথার্থতা বিচার করো।

পিটুইটারি থেকে ক্ষরিত LH ও ICSH মানবদেহে হরমোন ক্ষরণ নিয়ন্ত্রন করে, নিম্নে তা বর্ণনা করা হল।

① LH বা লিউটিনাইজিং হরমোন: পিটুইটারি থেকে ক্ষরিত হয়ে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকলের আয়তন ও সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এবং তাকে উদ্দীপিত করে ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে সহায়তা করে।

② ICSH বা ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন: এই হরমোন পিটুইটারি থেকে ক্ষরিত হয়ে পুরুষদেহে শুক্রাশয়স্থিত ইন্টারস্টিসিয়ান কোশসমূহকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণ ঘটায়।

নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করো।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান, স্ত্রী দেহে করপাস ল্যুটিয়ামের বৃদ্ধি ঘটানো ও প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণে উদ্দীপনা প্রদান, উদ্বেগ জনিত রক্তচাপ বৃদ্ধি করা, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ-ইনসুলিন।

থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান-TSH, স্ত্রীদেহে করপাস লুটিয়ামের বৃদ্ধি ঘটানো ও প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণে উদ্দীপনা প্রদান-LH। উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা-অ্যাড্রেনালিন।

মানবদেহের জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে GTH-এর দুটি ভূমিকা লেখো।

GTH-এর ভূমিকা: (i) এই হরমোন স্ত্রীদেহের গ্রাফিয়ান ফলিকলকে উদ্দীপিত করে ইস্ট্রোজেন এবং পীত গ্রন্থিকে উদ্দীপীত করে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। (ii) এই হরমোন পুংদেহের শুক্রাশয়ের লেডিগের আন্তঃকোশকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করায়।

নিমন্ত্রন বাড়িতে হঠাৎ বেশি মিষ্টিজাত খাদ্য খেয়ে ফেললে কোনো ব্যাক্তির বিপাক কীভাবে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা কল্পনা করে লেখো।

নিমন্ত্রণ বাড়িতে হঠাৎ বেশি মিষ্টিজাত খাদ্য খেয়ে ফেলার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়। এই ইনসুলিন হরমোন কোশপর্দার ভেদ্যতা বৃদ্ধি করে পেশিকোশে গ্লুকোজ বিশোষণের হার বাড়ায় এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত হতে সাহায্য করে। এছাড়া যকৃৎ ও পেশিকোশে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ বৃদ্ধি করে এবং গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রস্তুতি বন্ধ করে। ফলে রক্তে শর্করার মাত্রা হ্রাস পায়।

হাইপোথ্যালামাসে সংশ্লেষিত হয়ে পশ্চাৎ পিটুইটারিতে জমা হয় একটি হরমোনের দুটি শারীরবৃত্তীয় ভূমিকা আলোচনা করো।

ADH: (i) বৃক্কীয় নালিতে জলের পুনঃশোষণে সহায়তা করে। এর কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। (ii) রক্তবাহের প্রাচীর সংকুচিত করে রক্তচাপ বাড়ায়।

ফ্যাট বিপাকের সঙ্গে থাইরক্সিনের সম্পর্ক লেখো।

থাইরক্সিন দেহের বিভিন্ন বিপাকীয় কাজগুলো নিয়ন্ত্রণ করে। যেমন- (i) ক্রেবস চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে, কলাকোশের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে ফলে শর্করা, প্রোটিন ও ফ্যাট বিপাক ক্রিয়ার হার বৃদ্ধি পায়; (ii) অন্ত্রে গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করে; (iii) যকৃৎ ও পেশিতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত হতে সাহায্য করে; (iv) যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে; (v) থাইরক্সিন দেহের সঞ্চিত মেদ বিয়োজিত করে ফলে কিটোন বডির উৎপাদন বৃদ্ধি পায়।

বিপরীত ক্রিয়া দেখা যায় এমন দুটি হরমোনের নাম ও কার্যকারিতা লেখো। অথবা, ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীতধর্মী ব্যাখ্যা করো।

বিপরীত ক্রিয়া দেখা যায় এমন দুটি হরমোন হল-ইনসুলিন ও গ্লুকাগন।

ইনসুলিন গ্লাইকোলাইসিস ও গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় সহায়তা করে কিন্তু গ্লাইকোজেনোলাইসিস ও গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় সহায়তা করে। রক্তশর্করা মাত্রা হ্রাস করে কিন্তু গ্লুকাগন গ্লাইকোজেনোলাইসিস ও গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় সহায়তা করে এবং গ্লাইকোলাইসিস ও গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে বাধা দান করে রক্তশর্করা মাত্রা বৃদ্ধি করে।

অক্সিটোসিন ও ভ্যাসোপ্রেসিনকে নিউরোহরমোন বলে কেন?

অক্সিটোসিন ও ভ্যাসোপ্রেসিন হরমোন দুটি যথাক্রমে হাইপো- থ্যালামাসের প্যারাভেন্ট্রিকুলার ও সুপ্রা অপটিক নিউক্লিয়াস থেকে ক্ষরিত হয়ে পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয়। অর্থাৎ হরমোন দুটি স্নায়ুপ্রান্ত থেকে ক্ষরিত হওয়ায় এদের নিউরোহরমোন বলে।

‘তুমি অন্ধকারে ভয় পেলে’-কোন হরমোন কীভাবে ওই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে?

অন্ধকারে ভয় পেলে অ্যাড্রিনালিন হরমোন ওই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এই হরমোন হার্দ উৎপাদন বৃদ্ধি করে, রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপ বৃদ্ধি করে এবং ব্রংকিওলের পেশিকে শিথিল করে শ্বাসকষ্ট লাঘব করে ওই পরিস্থিতির সামাল দেয়।

অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? একটি উদাহরণ দাও।

যে গ্রন্থির ক্ষরিত বস্তু নালিপথের মাধ্যমে বাইরে আসে না, সরাসরি রক্তে মিশে যায়, তাকে অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি বলে। যেমন-পিটুইটারি, থাইরয়েড।

ACTH-কে ট্রফিক হরমোন বলার কারণ কী?

ACTH পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করে তাই ACTH-কে ট্রফিক হরমোন বলে।

থাইরয়েড গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কেন?

থাইরয়েড গ্রন্থির কোনো নালি থাকে না, তাই গ্রন্থির ক্ষরিত বস্তু নালিপথে গ্রন্থির বাইরে আসে না, সরাসরি রক্তে মিশে যায়। এই কারণে থাইরয়েডকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়।

উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের দুটি পার্থক্য উল্লেখ করো।

(i) উদ্ভিদ হরমোন ভাজক কলার তরুণ কোশে উৎপন্ন হয়, প্রাণী হরমোন অন্তঃক্ষরা গ্রন্থির কোশে উৎপন্ন হয়। (ii) উদ্ভিদ হরমোন ব্যাপন প্রক্রিয়ায় বাহিত হয়, প্রাণী হরমোন রক্ত ও লসিকার মাধ্যমে বাহিত হয়।

হরমোন উৎপাদক গ্রন্থিকে অনাল গ্রন্থি বলে কেন?

হরমোন উৎপাদক গ্রন্থির কোনো নালি থাকে না, ফলে এই গ্রন্থির ক্ষরিত রস (হরমোন) গ্রন্থিকলার বাইরে আসতে পারে না। তাই হরমোন উৎপাদক গ্রন্থিকে অনাল গ্রন্থি বলে।

হাইপোথ্যালামাসকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার বলে কেন?

পিটুইটারি থেকে যে সমস্ত হরমোন ক্ষরিত হয়, সেই হরমোনগুলি মস্তিষ্কের হাইপোথ্যালামাসে তৈরি হয়ে সংবহনের মাধ্যমে পিটুইটারিতে আসে। এই হরমোনগুলি অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাই হাইপোথ্যালামাসকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার বলে।

প্রাণীদের একটি প্রোটিনধর্মী ও একটি স্টেরয়েডধর্মী হরমোনের উদাহরণ দাও।

প্রাণীদের একটি প্রোটিনধর্মী ও একটি স্টেরয়েডধর্মী হরমোন হল যথাক্রমে ইনসুলিন এবং টেস্টোস্টেরন।

লোকাল হরমোন কাকে বলে? উদাহরণ দাও। 

যে হরমোন উৎসস্থল বা উৎস গ্রন্থিতে ক্রিয়া করে, তাকে লোকাল হরমোন বলে। যেমন-টেস্টোস্টেরন।

ট্রফিক হরমোন কাকে বলে? উদাহরণ দাও।

যে হরমোন কোনো একটি গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অপর কোনো গ্রন্থিকে হরমোন নিঃসরণে উদ্দীপিত করে, তাতে ট্রফিক হরমোন বলে। যে মন-অ্যাড্রিনো-কর্টিকোট্রফিক হরমোন (ACTH)।

বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও।

যে গ্রন্থির ক্ষরিত বস্তু নালিপথের মাধ্যমে গ্রন্থির বাইরে আসে, তাকে বহিঃক্ষরা বা সনাল গ্রন্থি বলে। যেমন-লালাগ্রন্থি, যকৃৎ।

মিশ্রগ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও।

বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির সমন্বয়ে গঠিত গ্রন্থিকে মিশ্রগ্রন্থি বলে। যেমন-অগ্ন্যাশয়, শুক্রাশয়।

প্রাণীদেহে হরমোনের উৎসস্থল কোথায়?

প্রাণীদেহের অনাল গ্রন্থি হরমোনের উৎসস্থল।

প্রাণী হরমোনের ধর্ম কীরূপ?

হরমোন প্রোটিনধর্মী বা স্টেরয়েডধর্মী বা অ্যামাইনোধর্মী।

অ্যাড্রেনাল গ্রন্থির অপর নাম কী? এটি কোথায় অবস্থিত?

অ্যাড্রেনাল গ্রন্থির অপর নাম সুপ্রারেনাল গ্রন্থি। এটি বৃক্কের ওপর অবস্থিত।

কোন্ হরমোন আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস থেকে ক্ষরিত হয়? তার প্রধান কাজ কী?

ইনসুলিন আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস থেকে ক্ষরিত হয়। এর প্রধান কাজ রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক রাখা।

হাইপো ও হাইপারগ্লাইসেমিয়া কাকে বলে?

রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক অপেক্ষা কমে গেলে তাকে হাইপোগ্লাইসিমিয়া এবং শর্করার পরিমাণ স্বাভাবিক অপেক্ষা বেশি হলে তাকে হাইপারগ্লাইসেমিয়া বলে।

রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ কত? কখন এর পরিমাণ বেড়ে যায়? এই অবস্থাকে কী বলে?

প্রতি 100 সিসি রক্তে শর্করার পরিমাণ 80-120 মিগ্রা। ইনসুলিন হরমোনের অভাব হলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়। এই অবস্থাকে হাইপারগ্লাইসেমিয়া বলে।

বামনত্ব ও অতিকায়ত্ব রোগ কখন দেখা যায়?

সোমাটোট্রফিক হরমোনের (STH) কম ক্ষরণে বামনত্ব এবং অধিক। ক্ষরণে অতিকায়ত্ব রোগ হয়।

পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত?

মানুষের মস্তিষ্কের মূলদেশে স্ফেনয়েড অস্থির সেলা টারসিকা প্রকোষ্ঠে পিটুইটারি গ্রন্থি অবস্থিত।

কখন মূত্রের সঙ্গে শর্করা নির্গত হয়? ওই অবস্থাকে কী বলে?

যখন 100 সিসি রক্তে শর্করার পরিমাণ 180 মিগ্রা হয়, তখন মূত্রের সঙ্গে শর্করা নির্গত হয়। ওই অবস্থাকে গ্লুকোসুরিয়া বলে।

অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলার কারণ কী?

অগ্ন্যাশয় সনাল ও অনাল উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত হওয়ায় একে মিশ্রগ্রন্থি বলা হয়।

গ্লাইকোজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস কাকে বলে?

গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষকে গ্লাইকোজেনেসিস এবং গ্লাইকোজেন বিশ্লিষ্ট হয়ে গ্লুকোজ উৎপন্ন হওয়াকে গ্লাইকোজেনোলাইসিস বলে।

কোন্ হরমোন গ্লাইকোজেনেসিস এবং কোন্ হরমোন গ্লাইকোজেনোলাইসিসে সহায়তা করে?

ইনসুলিন গ্লাইকোজেনেসিস এবং গ্লুকাগন গ্লাইকোজেনো- লাইসিসে সহায়তা করে।

MSH-এর পুরো নাম এবং কাজ উল্লেখ করো।

MSH-এর পুরো নাম-মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এটি পিটুইটারির মধ্যভাগ থেকে নিঃসৃত হয় এবং প্রাণীদেহের বর্ণ গঠনে সহায়তা করে।

নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস কাকে বলে?

শর্করা ছাড়া প্রোটিন, ফ্যাট ইত্যাদি উপাদান থেকে গ্লাইকোজেন বা গ্লুকোজ উৎপাদনকে নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস বলে।

পিটুইটারিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন?

পিটুইটারি নিঃসৃত হরমোনগুলি দেহের অন্যান্য অনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে পিটুইটারিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে।

শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে নিঃসৃত একটি করে হরমোনের নাম ও তাদের কাজ উল্লেখ করো।

শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোন টেস্টোস্টেরন, যা পুরুষদেহে গৌণ যৌনলক্ষণ প্রকাশে সহায়তা করে। ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন ইস্ট্রোজেন, যা নারীদেহে গৌণ যৌনলক্ষণ প্রকাশে সহায়তা করে।

প্রাণীদেহে হরমোনের দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।

(i) পিটুইটারি নির্যাস প্রয়োগ করে মাছের প্রণোদিত প্রজনন ঘটানো হয় এবং দুগ্ধবতী গাভির দুগ্ধ নিঃসরণ করানো হয়। (ii) অ্যাড্রেনালিন প্রয়োগ করে হাঁপানি অর্থাৎ শ্বাসকষ্ট লাঘব করা হয়।

TSH-এর পুরো নাম কী? এটি কোন্ গ্রন্থি থেকে ক্ষরিত হয়?

TSH-এর পুরো নাম-থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটি পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়।

STH-এর পুরো নাম কী? এটি কোন্ গ্রন্থি থেকে ক্ষরিত হয়?

STH-এর পুরো নাম–সোমাটোট্রফিক হরমোন। এটি পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়।

TSH এবং STH-এর একটি করে কাজ উল্লেখ করো।

(i) TSH থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিন ক্ষরণে সাহায্য করে। (ii) STH প্রাণীদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।

ACTH এর পুরো নাম এবং উৎস উল্লেখ করো।

 ACTH এর পুরো নাম-অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, এটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত।

অ্যাড্রেনালিনের উৎস ও কাজ উল্লেখ করো।

অ্যাড্রেনালিন অ্যাড্রেনাল গ্রন্থির মেডালা থেকে নিঃসৃত হয়। এই হরমোন অশ্রুর গ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে এবং ত্বকের রোম খাড়া হতে সাহায্য করে।

অ্যাড্রেনালিনকে সংকটকালীন হরমোন বলে কেন?

জরুরিকালীন অবস্থায় অ্যাড্রেনালিন সক্রিয় হয় এবং দেহকে জরুরি ব্যবস্থা নিতে সাহায্য করে। এই কারণে অ্যাড্রেনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলে।

নর-অ্যাড্রেনালিনের দুটি কাজ লেখো।

(i) দেহের বিপাকীয় ক্রিয়ার হার বৃদ্ধি করে। (ii) সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্ত চাপ বৃদ্ধি করে।

শুক্রাশয়কে কী মিশ্র গ্রন্থি বলা যায়?

শুক্রাশয় একপ্রকারের মিশ্রগ্রন্থি, কারণ এর নালি দিয়ে শুক্রাণুসহ শুক্ররস ক্ষরণ করে (বহিঃক্ষরা) এবং শুক্রাশয়ের আন্তরকোশ থেকে টেস্টোস্টেরন নামক হরমোন ক্ষরিত হয়, তাই একে মিশ্রগ্রন্থি বলা হয়।

টেস্টোস্টেরনের উৎস ও কাজ লেখো।

টেস্টোস্টেরন শুক্রাশয়ের আন্তরকোশ থেকে নিঃসৃত হয়। এই হরমোন শুক্রাণু উৎপাদন এবং পুরুষদের গৌন যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে।

শুক্রাশয় কোথায় অবস্থিত?

শুক্রাশয় পুরুষ মানুষের দেহগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থিত।

ডিম্বাশয় কোথায় অবস্থিত? ডিম্বাশয় থেকে কী কী হরমোন নিঃসৃত হয়?

ডিম্বাশয় স্ত্রীলোকদের বস্তিগহ্বরে জরায়ুর দুপাশে অবস্থিত, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হয়।

ইস্ট্রোজেন কোথা থেকে নিঃসৃত হয়? ইস্ট্রোজেনের দুটি কাজ লেখো।

(ⅰ) ইস্ট্রোজেন নারীদের ডিম্বাশয়স্থিত পরিণত ডিম্বথলি থেকে নিঃসৃত হয়। ইস্ট্রোজেন স্ত্রীলোকদের যৌনাঙ্গের পরিস্ফুরণ ও যৌন লক্ষণ প্রকাশ ঘটায়। (ii) স্ত্রীলোকদের ঋতুচক্র নিয়ন্ত্রণ করে।

প্রোজেস্টেরন কোথা থেকে নিঃসৃত হয়? এর কাজ কী?

প্রোজেস্টেরন নারীদের ডিম্বাশয়ের পীতগ্রন্থি থেকে নিঃসৃত হয়। এর প্রধান কাজ হল গর্ভাবস্থায় প্লাসেন্টা ও ভূণের পরিস্ফুরণ ঘটানো।

FSH- এর পুরো নাম এবং কাজ উল্লেখ করো।

FSH-এর পুরো নাম-ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটি স্ত্রীদেহে ডিম্বাশয়ের ডিম্বথলির বৃদ্ধিতে এবং ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সহায়তা করে।

GTH এর পুরো নাম, উৎস এবং কাজ উল্লেখ করো।

GTH-এর পুরো নাম গোনাডোট্রফিক হরমোন। এটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এটি জননগ্রন্থিকে উদ্দীপিত করে হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে।

ADH-এর পুরো নাম, উৎস ও কাজ উল্লেখ করো।

ADH-এর পুরো নাম অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। এর উৎস পিটুইটারির পশ্চাদ্ভাগ। এটি বৃক্কীয় নালির পুনঃশোষণে সহায়তা করে।

থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত? এর নিঃসৃত হরমোনটির নাম কী?

থাইরয়েড গ্রন্থি গ্রীবাদেশে ল্যারিংক্স ও ট্রাকিয়ার সংযোগস্থলে অবস্থিত। এই গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়।

থাইরক্সিনের উৎস ও কাজ উল্লেখ করো।

থাইরক্সিনের উৎস থাইরয়েড গ্রন্থি, এর কাজ প্রাণীদেহে মৌল বিপাকীয় ক্রিয়ার হার বৃদ্ধি করা।

ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়? এর একটি কাজ উল্লেখ করো।

ইনসুলিন অগ্ন্যাশয়স্থিত আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস গ্রন্থির বিটা কোশ থেকে নিঃসৃত হয়। রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক রাখা ইনসুলিনের প্রধান কাজ।

ইনসুলিনকে ‘অ্যান্টিডায়াবেটিক’ ও ‘অ্যান্টিকিটোজেনিক’ হরমোন বলা হয় কেন?

ইনসুলিন হরমোন কোশপর্দার ভেদ্যতা বৃদ্ধির মাধ্যমে রক্তের গ্লুকোজকে কোশে প্রবেশে সহায়তা করে। ফলে ইনসুলিন রক্তের গ্লুকোজের পরিমাণ কমিয়ে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ নিরাময় করে বলে একে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে।

অপরপক্ষে ইনসুলিন ফ্যাটের জারণে বাধা দেওয়ার দরুন রক্তে কিটোনবডি উৎপাদন বাধাপ্রাপ্ত হয়। তাই ইনসুলিনকে ‘অ্যান্টিকিটোজেনিক’ হরমোন বলে।

কোন্ হরমোনকে কী কারণে হাইপারগ্লাইসোমিক হরমোন বলা হয়?

অগ্ন্যাশয়ের আইলেটস্ অব ল্যাঙ্গারহ্যানস্-এর a. কোশ থেকে নিঃসৃত গ্লুকাগন হরমোনকে হাইপারগ্লাইসেমিক হরমোন বলে।

গ্লুকাগন, ইনসুলিনের বিপরীতধর্মী কাজ করে অর্থাৎ গ্লুকাগন যকৃতে থাকা গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়। এই অতিরিক্ত গ্লুকোজ হাইপারগ্লাইসেমিয়ার সৃষ্টি করে।

হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ একটি উদাহরণের সাহায্যে লেখো।

একটি অন্তঃক্ষরা গ্রন্থি (রেগুলেটর গ্রন্থি বা নিয়ন্ত্রক গ্রন্থি) থেকে নিঃসৃত ক্ষরণ পদার্থ অপর কোনো অন্তঃক্ষরা গ্রন্থিকে (টার্গেট গ্রন্থি বা লক্ষ্য গ্রন্থি) হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান করে এবং ক্ষরিত হরমোন দ্বারা রেগুলেটর গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ হয়, তাকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে।

উদাহরণ:
পজেটিভ ফিডব্যাকঃ রক্তে থাইরক্সিন-এর মাত্রা স্বাভাবিকের তুলনায় হ্রাস পেলে, মস্তিষ্কের হাইপোথ্যালামাস উদ্দীপিত হয় ফলে TRH ক্ষরণ বৃদ্ধি পায়। এর ফলে পিটুইটারির অগ্রখণ্ড থেকে TSH (Thyroid Stimulating Hormone)-এর ক্ষরণ বৃদ্ধি পায় রক্তে থাইরক্সিনের ক্ষরণ বেড়ে যায়, তার ফলে থাইরক্সিনের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ হয়।

মধুমেহ রোগের দুটি উপসর্গ লেখো।

মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগের দুটি উপসর্গ হল- (i) মূত্রে শর্করার উপস্থিতি, (ii) দেহের ওজন হ্রাস।

ক্যালোরিজেনিক হরমোন কাকে এবং কেন বলা হয়?  

থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে।

কারণঃ থাইরক্সিন হরমোন বিপাক ক্রিয়ার হার বৃদ্ধি করে অক্সিজেনের ব্যবহার বাড়িয়ে দেয়। তার ফলে কলাকোশে দ্রুত গ্লুকোজের জারণ ঘটে। শ্বসনের হার বৃদ্ধি পায়। দেহে অধিক পরিমাণে শক্তি উৎপন্ন হয়। মৌল বিপাকীয় হার (BMR) বৃদ্ধি পায়। এইজন্য থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলে।

গ্রন্থি কী?

ক্ষরণ ক্ষমতা যুক্ত কোশ সমষ্টিকে গ্রন্থি বলা হয়। এটি তিনপ্রকার যথা-অনাল গ্রন্থি, সনাল গ্রন্থি ও মিশ্র গ্রন্থি।

নিউরোএন্ডোক্রিন তন্ত্রের সুপ্রিম কম্যান্ডার কাকে বলে ও কেন?

হাইপোথ্যালামাসকে সুপ্রিম কম্যান্ডার বলা হয় কারণ এটি পিটুইটারিকে (প্রভুগ্রন্থি) নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনগুলির ক্ষরণমাত্রা হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত নিউরোহরমোন দ্বারা নিয়ন্ত্রিত।

এন্ডোমিক গয়টার কী?

পাহাড়ী অঞ্চলের মাটিতে আয়োডিনের পরিমাণ কম থাকায় এই অঞ্চলে উৎপন্ন ফসলগুলিতে আয়োডিনের অভাব দেখা যায়। ফলস্বরূপ এরূপ আয়োডিন বিহীন ফসল দীর্ঘদিন ধরে খাওয়ার জন্য পাহাড়ের মানুষদের থাইরক্সিন কম উৎপন্ন হয়। থাইরক্সিনের অধঃক্ষরণের জন্য TSH-র অধিঃক্ষরণ হয় ফলস্বরূপ থাইরয়েড গ্রন্থি আকারে বড়ো হয়। এরূপ রোগটিকে আঞ্চলিক গলগণ্ড/এনডেমিক গয়টার বলে।

গ্রেভস রোগ কী?

থাইরয়েড গ্রন্থির অতিসক্রিয়তার ফলে থাইরক্সিনের ক্ষরণ অত্যধিক বৃদ্ধি পায় ফলে থাইরয়েড গ্রন্থিটি আকারে বৃদ্ধি পায় এবং অক্ষি গোলকের বহিঃস্ফীতি লক্ষ করা যায়। এই অবস্থাকে গ্রেভস্ রোগ বা বিস্ফারিত চক্ষুবিশিষ্ট গলগণ্ড বলা হয়।

ক্রেটিনিজম কী?

শিশুদের ক্ষেত্রে থাইরক্সিনের অধঃক্ষরণ হলে শিশুটির দৈহিক বৃদ্ধি হ্রাস পায়, মানসিক জড় বুদ্ধি সম্পন্ন হয় ও মুখমণ্ডলে বোকা বোকা ভাব লক্ষ করা যায়। এই অবস্থাকে ক্রেটিনিজম বলে।

পিটুইটারি থেকে ক্ষরিত হয় না এরূপ তিনটি হরমোনের নাম লেখো।

থাইরক্সিন (থাইরয়েড গ্রন্থি), ইনসুলিন (অগ্ন্যাশয়) ও অ্যাড্রিনালিন (অ্যাড্রিনাল গ্রন্থি)।

ঋতুকালীন অন্তঃক্ষরা গ্রন্থি কী?

পিনিয়াল গ্রন্থিকে ঋতুকালীন অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় কারণ যে সকল প্রাণীরা বছরে কেবলমাত্র একটি নির্দিষ্ট সময়ে জননসক্ষম হয় তাদের ক্ষেত্রে জননের সময় ছাড়া বছরের বাকী সময়ে এই গ্রন্থিটি সক্রিয় থেকে জননাঙ্গের কার্যক্ষমতা নিষ্ক্রিয় রাখে।

BMR বৃদ্ধিকারী হরমোনগুলির নাম লেখো।

T₁. T₃ অ্যাড্রিনালিন, গ্লুকাগন।

রক্তচাপ বৃদ্ধিকারী হরমোনগুলির নাম লেখো।

অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, ভেসোপ্রেসিন, থাইরক্সিন, অ্যাঞ্জিওটেনসিন।

ভিরিলিজিম কী?

অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে অতিরিক্ত মাত্রায় অ্যান্ড্রোজেন ক্ষরিত হলে মহিলাদের মুখমণ্ডলে অবাঞ্ছিত রোমের আধিক্য দেখা যায়। এই অবস্থাকে অ্যাড্রিনাল ভিরিলিজম বলে।

ক্যাটেকোলামাইনের উদাহরণ দাও।

অ্যাড্রিনালিন (এপিনেফ্রিন), নরঅ্যাড্রিনালিন ও ডোপামাইন।

মিক্সিডিমা কী?

থাইরক্সিনের অধঃক্ষরণের ফলে বয়স্কদের ক্ষেত্রে শরীরে কলা রস সঞ্চিত হয় ফলে মুখমণ্ডল মঙ্গোলীয়দের মতো হয়, শরীরে রোমের পরিমাণ হ্রাস পায়, BMR হ্রাস পায় প্রভৃতি লক্ষণযুক্ত যে শারীরিক অবস্থার সৃষ্টি হয় তাকে মিক্সিডিমা বলে।

অগ্ন্যাশয় থেকে ক্ষরিত হরমোনগুলির নাম লেখো।

অগ্ন্যাশয় গ্রন্থির ল্যাঙ্গারহানস্ বর্ণিত দ্বীপপুঞ্জের x কোশ থেকে গ্লুকাগন, B কোশ থেকে ইনসুলিন ও ৪ কোশ থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরিত হয়।

চারটি পাকতন্ত্রীয় হরমোনের নাম লেখো।

গ্যাস্ট্রিন, সিক্রিটিন, কোলিসিস্টোকাইনিন অ্যানক্রিয়োজাইমিন, ভিল্লিকাইনিন।

হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম কী?

অগ্র পিটুইটারি ও হাইপোথ্যালামাসের মধ্যবর্তী উভয় প্রান্তে রক্তজালকযুক্ত রক্তবাহ যা হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত নিউরোহরমোনগুলিকে অগ্র পিটুইটারিতে বহন করে নিয়ে যায়, একে হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম বলে।

পিটুইটারি গ্রন্থির অবস্থান লেখো।

পিটুইটারি গ্রন্থিটি মস্তিষ্কের মূলদেশে স্ফেনয়েড অস্থি দ্বারা আবৃত সেলা টারসিকা নামক প্রকোষ্ঠের মধ্যে হাইপোথ্যালামাসের সাথে ইনফান্ডিবুলাম নামক যোজকের অগ্রভাগে যুক্ত অবস্থায় থাকে।

অক্সিটোসিন ও ভেসোপ্রোসিনকে নিউরোহরমোন বলে কেন?

এই হরমোন দুটি সরাসরি কোনো অন্তঃক্ষরা গ্রন্থি কোশে সংশ্লেষিত হয় না। হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হয়ে স্নায়ুপথে বাহিত হয়ে পশ্চাদ্ পিটুইটারিতে আসে এবং সেখান থেকে ক্ষরিত হয়ে রক্ত প্রবাহে মেশে। তাই এদের নিউরোহরমোন বলে।

অ্যান্ড্রোজেন ও ইস্ট্রোজেন ক্ষরণকারী গ্রন্থিগুলির নাম লেখো।

অ্যান্ড্রোজেন ক্ষরণকারী গ্রন্থি-শুক্রাশয় (লিডিগের আন্তর কোশ), অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্ট অংশ। ইস্ট্রোজেন ক্ষরণকারী গ্রন্থি-ডিম্বাশয় (ডিম্বথলি), অমরা, অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অংশ।

কোন্ কোন্ অন্তঃক্ষরা গ্রন্থি ঘটিত রোগে BMR কম হয় ও BMR বেশি হয়?

মিক্সিডিমা বা ক্রেটিনিজম রোগে BMR কম হয় ও গ্রেভস রোগে বা বিস্ফারিত চক্ষু বিশিষ্ট গলগণ্ডে BMR বেশি হয়।

Leave a Comment