তেল সন্ধানে কীভাবে আধুনিক জীববিদ্যা সাহায্য করে? |
তৈলের অবস্থান নির্ণায় জীববিদ্যার ভূমিকা
পেট্রোল, ডিজেল ইত্যাদি তেল বর্তমান সভ্যতার ধারক। রেণুবিদ্যা (Palynology), প্রত্নজীববিদ্যা (Palaeontology) সম্পর্কিত জ্ঞান শিলাস্তরের গভীরে তেলের অবস্থান নির্দেশ করে। রেণুবিদ্যা হল উদ্ভিদবিদ্যার একটি শাখা যেখানে রেণুর প্রকৃতি ও গঠন প্রণালী সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় আর প্রত্নজীববিদ্যা বলতে বোঝায় বিজ্ঞানের সেই শাখা যেখানে মাটির নীচে চাপা পড়া উদ্ভিদ অংশ ও রেণু সম্পর্কে জানতে সাহায্য করে। রেণুবিদ্যা ভূবিদ্যার অণুপূরক রূপে তৈল সন্ধানে সাহায্য করে।
এ ছাড়া এককোশী প্রাণী ফোরামিনিফেরার জীবাশ্ম তেলের সম্ভাব্য অবস্থান নির্দেশ করে।