‘তবু তো কজন আছি বাকি’- ‘তবু’ শব্দটি ব্যবহারের কারণ কী? পাঠ্য কবিতা অবলম্বনে ‘কজন’ এর পরিচয় দাও।

সূচিপত্র

'তবু তো কজন আছি বাকি'- 'তবু' শব্দটি ব্যবহারের কারণ কী? পাঠ্য কবিতা অবলম্বনে 'কজন' এর পরিচয় দাও
‘তবু তো কজন আছি বাকি’- ‘তবু’ শব্দটি ব্যবহারের কারণ কী? পাঠ্য কবিতা অবলম্বনে ‘কজন’ এর পরিচয় দাও।

কারণ

শঙ্খ ঘোষ রচিত ‘জলই পাষাণ হয়ে আছে’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশে কবি ‘তবু’ শব্দটি ব্যবহার করে সময়ের ধ্বংসাত্মক রূপকে আরও একবার মনে করিয়ে দিয়েছেন। যে সময়ে মানুষ সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত সেই অবক্ষয়ের মধ্যে দাঁড়িয়েও কিছু মানুষ তাদের চিন্তা, চেতনা, মননকে জাগিয়ে রেখেছে। তারা সময়ের ক্ষয় প্রতিরোধ করে এখনও তাদের বিবেকবোধকে বাঁচিয়ে রেখেছে। তাই কবি হতাশার ভিতরেও আশার রুপোলি রেখাটুকু বেঁচে থাকতে দেখেছেন। 

পরিচয়

উদ্ধৃতাংশে কবি ‘কজন’ বলতে সমাজের চিন্তাশীল মানুষদের নির্দেশ করেছেন। শুভবুদ্ধিসম্পন্ন বিবেকবান মানুষরাই সময়ের অন্ধকার ভেদ করে সমাজ তথা সমগ্র জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই বিদ্বজ্জনেদের তিনি দেশের সংকটকালে পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে ভাঙন প্রতিরোধ করার পরামর্শ দিয়েছেন। মানবিকতার এই বিপর্যয়েও যারা নিজেদের মূল্যবোধ এখনও বাঁচিয়ে রাখতে পেরেছেন, তাদের যূথবদ্ধ প্রচেষ্টাই সভ্যতার সংকটকে দূর করতে পারে।

Leave a Comment