ট্যাকটিক চলনকে গমন বলা যায় কী? হাইড্রোট্রপিক চলন একটি পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও

ট্যাকটিক চলনকে গমন বলার কারণ

ট্যাকটিক চলন উদ্দীপকের গতিপথ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের সামগ্রিক চলন। যেহেতু এই চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে তাই এই প্রকার চলনকে গমন বলা যেতে পারে।

হাইড্রোট্রপিক চলনের একটি পরীক্ষা

উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয়, তখন সেইপ্রকার চলনকে হাইড্রোট্রপিক চলন বা জলবৃত্তি বলে।

উদ্ভিদের মূলের জলের উৎসের দিকে গমন এইপ্রকারের চলন। উদ্ভিদের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পাওয়ায় উদ্ভিদের মূলের চলন জল অনুকূলবর্তী এবং কান্ডের বৃদ্ধি জলের উৎসের বিপরীত দিকে হওয়ায় কাণ্ডের চলন জল প্রতিকূলবর্তী।

একটি চালুনির মধ্যে ভিজে কাঠের গুঁড়ো রেখে তার মধ্যে কয়েকটি অঙ্কুরিত ছোলাবীজ রেখে চালুনিটি ঝুলিয়ে রেখে দেওয়া হল। কয়েকদিন পর দেখা যাবে যে বীজের ভূণমুলগুলি চালুনির ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে এসে পুনরায় বেঁকে চালুনির মধ্যে প্রবেশ করেছে। কারণ তৃণমূলগুলি প্রথমে অভিকর্ষের টানে বাইরে ঝুলছিল কিন্তু জল পাওয়ার জন্য পুনরায় চালুনির মধ্যে প্রবেশ করেছে, সুতরাং উদ্ভিদের মূলের চলন জল অনুকূলবর্তী।

Leave a Comment