জীবের বিজ্ঞানসম্মত বা দ্বিপদ নামকরণের প্রয়োজন কেন? |
জীবের বিজ্ঞানসম্মত নাম বা দ্বিপদ নামকরণের প্রায়াজনীয়তা
- জীবের সাধারণ নাম স্থানীয়ভাবে দেওয়া হয়। অর্থাৎ, একই জীবের নামকরণ বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। যেমন- পেঁয়াজ (বাংলায়), Onion (ইংরাজিতে), ভেনগায়ম (তামিলে), ইবুলি (কানাড়া)।
- কোনো কোনো জীবের প্রচলিত নাম ভুল ধারণার সৃষ্টি করে। যেমন- কাটল ফিশ, জেলিফিশ, সিলভার ফিশ প্রভৃতি। এই নামগুলি কোনো মাছের নাম নয়। কাটল ফিশ একপ্রকার মোলাস্কা, জেলিফিশ নিডারিয়ান পর্বভুক্ত প্রাণী এবং সিলভার ফিশ হল আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী। অর্থাৎ, এরা প্রত্যেকেই অমেরুদণ্ডী প্রাণী।
- কোনো কোনো ক্ষেত্রে জীবের নামকরণ করা হয় বাসস্থানের ওপর ভিত্তি করে, যেমন- গেছো ব্যাং, ওয়াটার লিলি। এক্ষেত্রেও জীবটি সম্পর্কে সঠিক ধারণা পাওয়া সম্ভব হয় না।