জীববিদ্যার জনক কাকে ও কেন বলা হয়? ‘জীববিদ্যা’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন

জীববিদ্যার জনক কাকে ও কেন বলা হয়? 'জীববিদ্যা' শব্দটি কে প্রথম ব্যবহার করেন
জীববিদ্যার জনক কাকে ও কেন বলা হয়? ‘জীববিদ্যা’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
জীববিদ্যার জনক (Father of Biology) বলা হয় গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী অ্যারিস্টট্লকে (Aristotle, 384-322 BC)।

অ্যারিস্টট্লকে ‘জীববিদ্যার জনক’ বলার কারণ হল তিনিই প্রথম জীববিজ্ঞানী যিনি সমস্ত জীবকে প্রকৃতি ও গঠন অনুযায়ী শ্রেণিবিন্যস্ত (hierarchy) করেছিলেন এবং সরল জীবদের স্থান দিয়েছিলেন হায়ারার্কির নীচে এবং জটিল জীবদের স্থাপন করেছিলেন হায়ারার্কির ওপরে। তিনিই প্রথম বলেছিলেন, পৃথিবীতে সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয়। এই ধারণাকে ‘স্ক্যালা ন্যাচুরি’ (Scala Naturae) বা ‘সৃষ্টির মহান শৃঙ্খল’ রূপে অভিহিত করা হয়।

‘জীববিদ্যা’ বা ‘Biology’ শব্দটি প্রথম ব্যবহার করেন ল্যামার্ক ও ট্রাভিরেনাস (Lamarck and Traviranus, 1801)। (Biology; ল্যাটিন উৎস: Bios = life, logos = discourse)

Leave a Comment