জীববিদ্যার অত্যাধুনিক পাঁচটি শাখা সম্পর্কে আলোচনা করো

জীববিদ্যার অত্যাধুনিক পাঁচটি শাখা সম্পর্কে আলোচনা করো
জীববিদ্যার অত্যাধুনিক পাঁচটি শাখা সম্পর্কে আলোচনা করো।
(ⅰ) আণবিক জীববিদ্যা (Molecular Biology) : জীবদেহের বিভিন্ন আণবিক গঠনসংক্রান্ত আলোচনা।

(ii) বায়োটেকনোলজি (Biotechnology):
মানবকল্যাণে ব্যবহৃত বিভিন্ন জীবাণু বা তাদের দেহনিঃসৃত বিভিন্ন পদার্থের উৎপাদন সংক্রান্ত প্রযুক্তিগত আলোচনা।

(iii) অ্যাগ্রোনমি (Agronomy): শস্য উৎপাদন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত আলোচনা।

(iv) এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট (Environmental Management): পরিবেশের সমস্যার সমাধান এবং মূল্যায়ন সংক্রান্ত আলোচনা।

(v) কম্পিউটেশনাল বায়োলজি (Computational Biology): কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়‍্যারের সাহায্যে বিভিন্ন জৈবিক মডেল গঠনসম্পর্কিত আলোচনা।

Leave a Comment