জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী

জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী?

শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা

• জীববৈচিত্র্য : শ্রেণিবিন্যাস জীবজগতের বৈচিত্র্য সম্পর্কে ধারণা দেয়।

• শনাক্তকরণের রীতি:
সমস্ত চেনা ও অচেনা জীবকে শনাক্তকরণের জন্য শ্রেণিবিন্যাস একটি নির্দিষ্ট পদ্ধতি প্রদান করে।

• অন্যান্য জীববিজ্ঞানের শাখা: সমস্ত জীববিদ্যার শাখা (যেমন- ভৌগোলিক জীববিদ্যা, বাস্তুসংস্থানবিদ্যা, রোগবিদ্যা, বনপালন প্রভৃতি) সজীব বস্তুকে সঠিকভাবে অধ্যয়নের জন্য শ্রেণিবিন্যাস পদ্ধতির ওপর নির্ভর করে থাকে।

• আন্তঃসম্পর্ক:
শ্রেণিবিন্যাস জীবজগতের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে আন্তঃসম্পর্ক বুঝতে সাহায্য করে।

• অভিব্যক্তি:
শ্রেণিবিন্যাস প্রাকৃতিক সম্পর্ক, সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠে বলে বিভিন্ন জীবগোষ্ঠীর জাতিজনিগত বা বিবর্তনগত উৎসের সন্ধান দেয়।

• তথ্য সরবরাহ : কোনো একটি গোষ্ঠীর একটি বা দুটি সদস্য সম্পর্কে জানলেই সমস্ত গোষ্ঠীর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা যায়।

Leave a Comment