জিব্বারেলিনের কাজগুলি উল্লেখ করো

জিব্বারেলিনের কাজগুলি উল্লেখ করো
জিব্বারেলিনের কাজগুলি উল্লেখ করো।

জিব্বারেলিনের কাজ

(i) জিব্বারেলিন বংশগত খর্বতা দূর করে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে (বোল্টিং)।

(ii) জিব্বারেলিন বীজ মধ্যস্থ অ্যামাইলেজ নামক শ্বেতসার বিশ্লিষ্টকারী উৎসেচকের কার্যকারিতা বৃদ্ধি করে ফলে বীজ মধ্যস্থ শর্করার ভাঙন ঘটে, অভিস্রবণ চাপ বৃদ্ধি পায় যা বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে (বীজের সুপ্তাবস্থা দূর হয়)।

(iii) জিব্বারেলিন সমস্ত প্রকার উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে।

(iv) উন্নত উদ্ভিদের লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা নেয়।

(v) জিব্বারেলিন উদ্ভিদের পর্বমধ্যের বৃদ্ধিতে সাহায্য করে।

(vi) আঙুর, আপেল, নাসপাতি প্রভৃতি উদ্ভিদের ফল গঠনো জিব্বারেলিন কার্যকর ভূমিকা নেয়। সাতা

(vii) বিপাক ক্রিয়া নিয়ন্ত্রনে জিব্বারেলিনের প্রয়োগে নির্দিষ্ট mRNA তৈরি হয় যা নির্দিষ্ট প্রোটিন তৈরির মাধ্যমে উদ্ভিদ কোশের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে।

(viii) জিব্বারেলিন অস্থানিক মুকুলের ও মূলের বৃদ্ধি রোধ করে।

Leave a Comment