জিন প্রযুক্তিতে আধুনিক জীববিদ্যার প্রয়োগ সম্পর্কে আলোচনা করো

জিন প্রযুক্তিতে আধুনিক জীববিদ্যার প্রয়োগ সম্পর্কে আলোচনা করো
জিন প্রযুক্তিতে আধুনিক জীববিদ্যার প্রয়োগ সম্পর্কে আলোচনা করো।
কোনো সজীব কোশের কোনো ত্রুটিপূর্ণ জিনকে অন্য কোনো সমজাতীয় জীবের DNA থেকে নেওয়া সুস্থ ও স্বাভাবিক জিন দ্বারা প্রতিস্থাপিত করে ত্রুটিপূর্ণ জিনকে ত্রুটিমুক্ত করা অথবা কোনো সজীব কোশের কোনো জিনে অপর কোনো কোশের DNA স্থিত কোনো জিন কৃত্রিম উপায়ে প্রবেশ করিয়ে সেই জীবের জিনবিন্যাসের পরিবর্তন করাকে জিন প্রযুক্তি (Genetic engineering) বলে।

জীববিদ্যার এই আধুনিক শাখাটির সাহায্যে বর্তমানে চিকিৎসাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, খাদ্য ও পানীয় প্রস্তুতিতে ব্যাপক উপকার পাওয়া যাচ্ছে।

Leave a Comment