জিন কাকে বলে? জিনের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী

জিন কাকে বলে? জিনের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী
জিন কাকে বলে? জিনের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী?

জিন কাকে বলে

জিন প্রধানত ক্রোমোজোমে থাকে। DNA-র যে নির্দিষ্ট অংশ নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে, যা শেষ পর্যন্ত জীবের নানা চরিত্রের প্রকাশে সাহায্য করে ও বংশগতির ধারক ও বাহক, তাকে জিন বলে। DNA-র বিশেষ বিশেষ অংশই হল জিন।

জিনের কয়েকটি বৈশিষ্ট্য

1. জিন বংশগত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক।

2. জিন ক্রোমোজোমে অবস্থিত এবং ক্রোমোজোমের অবিচ্ছেদ্য অংশ।

3. জিন মুখ্যত DNA দিয়ে গঠিত (ভাইরাসে RNA জিনরূপে কাজ করে)।

4. জিন ক্রোমোজোমের ওপর রৈখিক সজ্জায় অবস্থান করে।

5. ক্রোমোজোমের ওপর যে স্থানে কোনো জিন অবস্থান করে, সেই স্থানটিকে লোকাস বলে।

Leave a Comment