জার্মানিতে শিল্পবিপ্লব দেরিতে ঘটেছিল কেন

জার্মানিতে শিল্পবিপ্লব দেরিতে ঘটেছিল কেন – আজকের পর্বে জার্মানিতে শিল্পবিপ্লব দেরিতে ঘটেছিল কেন তা আলোচনা করা হল।

    জার্মানিতে শিল্পবিপ্লব দেরিতে ঘটেছিল কেন

    জার্মানিতে শিল্পবিপ্লব দেরিতে ঘটেছিল কেন
    জার্মানিতে শিল্পবিপ্লব দেরিতে ঘটেছিল কেন?

    ভূমিকা

    ইংল্যান্ডে শিল্পবিপ্লব ঘটার অনেক বছর পর জার্মানিতে শিল্পবিপ্লব ঘটেছিল। এর পশ্চাতে বিভিন্ন কারণ দায়ী ছিল। এগুলি হল-

    ① প্রয়োজনীয় মূলধনের অভাব

    নেপোলিয়ান যখন জার্মানি দখল করেন তখন সেই দেশের অর্থনীতির ওপরও আঘাত লাগে। এই আর্থিক সমস্যার সমাধানে তখন জার্মানিতে কোনো ব্যাংক ব্যবস্থাও গড়ে ওঠেনি। ফলে ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সময় শিল্পবিপ্লব ঘটানোর জন্য জার্মানির কাছে প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য ছিল না।

    ② শ্রমিকের অভাব

    ইংল্যান্ডের মতো প্রচুর শ্রমিক না থাকায় জার্মানিতে শিল্পবিপ্লবে বিলম্ব ঘটেছিল। ইংল্যান্ডে যেমন গ্রামাঞ্চল থেকে প্রচুর কৃষক ও সাধারণ মানুষ দলে দলে শহরে এসে কারখানায় শ্রমিক হিসেবে যোগ দিয়েছিল জার্মানিতে তেমনটা হয়নি।

    ③ শিল্পজাত দ্রব্য বিক্রির বাজারের অভাব

    জার্মানিতে শিল্পদ্রব্যের থেকে কৃষিজাত দ্রব্যের চাহিদা অনেক বেশি ছিল। সেই কারণে শিল্পজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ উৎসাহ দেখা যায়নি। তা ছাড়া ইংল্যান্ড, ফ্রান্সের মতো জার্মানির উপনিবেশ না থাকায় সেখানে শিল্পজাত পণ্য বিক্রির জন্য তাদের বাজারের অভাব ছিল।

    ④ অনুন্নত যোগাযোগ ব্যবস্থা

    জার্মানির অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা প্রথম দিকে খুব একটা উন্নত ছিল না। সেই কারণে পণ্য পরিবহণ করা ছিল সমস্যাজনক। তাই এই অনুন্নত যোগাযোগ ব্যবস্থাও সেদেশে শিল্পবিপ্লব দেরিতে ঘটার অন্যতম কারণ ছিল।

    Leave a Comment