জনুক্রম কাকে বলে? ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো

জনুক্রম কাকে বলে? ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো
জনুক্রম কাকে বলে? ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
ডিপ্লয়েড দশায় নিউক্লিয়াসে 2n সংখ্যক ক্রোমোজোম এবং হ্যাপ্লয়েড দশায় নিউক্লিয়াসে n সংখ্যক ক্রোমোজোম থাকে। নিষেকের ফলে হ্যাপ্লয়েড কোশ পুনরায় ডিপ্লয়েড কোশ গঠন করে। নিষেকের পূর্বে ডিপ্লয়েড কোশের অর্থাৎ জনন মাতৃকোশের মিয়োসিস বিভাজন ঘটে, ফলে হ্যাপ্লয়েড জনন কোশ উৎপন্ন হয়। ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড জনু পর্যায়ক্রমে ঘটে যে জীবনচক্র সম্পন্ন হয় তাকে জনুক্রম বলে।

সংজ্ঞা

জীবের জীবনচক্রে রেণুধর জনু বা ডিপ্লয়েড জনু এবং লিঙ্গধর জনু বা হ্যাপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে।

ফার্নের জনুক্রম

ফার্নের জীবনচক্রে সুস্পষ্ট জনুক্রম উপস্থিত। ফার্নে মূল উদ্ভিদদেহ রেণুধর (sporophytic) এবং ডিপ্লয়েড (2n) প্রকৃতির। রেণুধর উদ্ভিদের রেণুস্থলীতে রেণু (spore) সৃষ্টি হয়। ডিপ্লয়েড রেণুমাতৃকোশ (2n) মিয়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড রেণু (n) উৎপন্ন করে। রেণু অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড লিঙ্গধর দেহ (প্রোথ্যালাস) সৃষ্টি করে। লিঙ্গধর উদ্ভিদে পুংধানী (antheridium) ও স্ত্রীধানী (archegonium) উৎপন্ন হয়। পুংধানীতে শুক্রাণু (n) এবং স্ত্রীধানীতে ডিম্বাণু (n) সৃষ্টি হয়। নিষেকের ফলে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটলে ভ্রুণাণু (2n) বা জাইগোট সৃষ্টি হয়। জাইগোট থেকে ভ্রুণ এবং ভ্রুণ থেকে রেণুধর দেহ (2n) উৎপন্ন হয়।

Leave a Comment