চলন ও গমন কাকে বলে? গমনের উদ্দেশ্য কী? |
চলনের সংজ্ঞা
গমনের সংজ্ঞা
সজীবের চলন ও গমনের প্রধান উদ্দেশ্য
① খাদ্যান্বেষণ: অধিকাংশ উদ্ভিদ খাদ্যবিষয়ে স্বনির্ভর হওয়ায় এবং তাদের প্রয়োজনীয় খাদ্য-উপাদান একস্থান থেকে সংগ্রহ করার সুবিধা থাকায় উদ্ভিদের সাধারণত স্থানান্তরে গমনের প্রয়োজন হয় না। তবে উদ্ভিদের মূল জল সংগ্রহের জন্য জলের দিকে অগ্রসর হয়, পর্যাপ্ত আলো পাওয়ার জন্য বিটপ অংশ আলোর দিকে অগ্রসর হয়। কিছু নিম্নশ্রেণির উদ্ভিদ খাদ্যান্বেষণের জন্য স্থানান্তরিত হয়। প্রাণীরা খাদ্যবিষয়ে স্বনির্ভর নয়, তাই খাদ্যান্বেষণের জন্য তাদের স্থানান্তরে গমন করতে হয়।
② আশ্রয়: সুষ্ঠুভাবে জীবনযাপন ও জৈবিক ক্রিয়াকলাপ সম্পন্নের জন্য উদ্ভিদ ও প্রাণীর নিরাপদ আশ্রয়ের প্রয়োজন। প্রাণীদের বাসস্থান খোঁজা বা বাসস্থান নির্মাণের জন্য স্থানান্তরে গমন করতে হয়।
③ আত্মরক্ষা : শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য অর্থাৎ আত্মরক্ষার জন্য প্রাণীদের স্থানান্তরে গমন করতে হয়।
④ প্রজনন: প্রজনন অর্থাৎ বংশবিস্তারের উদ্দেশ্যে প্রাণীদের গমনের প্রয়োজন হয়। নিভৃত প্রজনন স্থান ও উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনী খোঁজার জন্য প্রাণীদের স্থানান্তরে গমনের প্রয়োজন হয়। একই কারণে কিছু নিম্নশ্রেণির উদ্ভিদেরও (শৈবালের গমনের বা চলনের প্রয়োজন হয়।
⑤ অনুকূল পরিবেশের সন্ধান: উপযুক্ত পরিমাণ আলো, বাতাস এবং জল পাওয়ার জন্য উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের চলন হয়। অনেক প্রাণীও অনুকূল পরিবেশের জন্য স্থানান্তরে গমন করে।