ঘেটো কী

ঘেটো কী – আজকের পর্বে ঘেটো কী তা আলোচনা করা হল।

    ঘেটো কী

    ঘেটো' সম্পর্কে কী জানো
    ঘেটো’ সম্পর্কে কী জানো?

    ভূমিকা

    অষ্টাদশ শতাব্দীর শেষ পর্বে ইউরোপ মহাদেশের ইংল্যান্ডে শিল্পবিপ্লব শুরু হয়। এই বিপ্লবের সামাজিক প্রভাব ছিল সুদূরপ্রসারী। শিল্পবিপ্লবের প্রভাবেই ‘ঘেটো’ নামে এক বিশেষ ধরনের বসতি ইউরোপের নানা অঞ্চলে গড়ে ওঠে।

    ঘেটো

    ‘ঘেটো’ হল শিল্পশহরের বিশেষ বসতি অঞ্চল যেখানে আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষ বসবাস করে। যদিও সর্বপ্রথম ‘ঘেটো’ শব্দটির মাধ্যমে ইটালির ভেনিস শহরে বসবাসকারী ইহুদিদের বসতি অঞ্চলকে বোঝাত। পরবর্তীকালে এই শব্দটির মাধ্যমে ব্যাপক অর্থে বহিরাগত মানুষদের বসতি অঞ্চলকে বোঝানো হতে থাকে।

    প্রসার

    শিল্পবিপ্লবের পর ইংল্যান্ড, ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য অঞ্চলে বহিরাগত শ্রমিকদের বসতি এলাকা ঘেটো নামে পরিচিত হতে থাকে।

    ঘেটোর অধিবাসীদের জীবনযাত্রা

    ঘেটোর অধিবাসীরা ছিল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি। তারা প্রত্যন্ত অঞ্চলের ঘিঞ্জি এলাকায় বসবাস করত। এই অঞ্চলের পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর।

    Leave a Comment