গমন কাকে বলে? গমনের চালিকা শক্তি সম্পর্কে আলোচনা করো

গমন কাকে বলে? গমনের চালিকা শক্তি সম্পর্কে আলোচনা করো
গমন কাকে বলে? গমনের চালিকা শক্তি সম্পর্কে আলোচনা করো।
যে প্রক্রিয়ায় জীব স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে গমন বলে।

সগমনের চালিকা শক্তি বা গমনের উদ্দেশ্য

প্রাণীদের গমনের প্রধান চালিকা শক্তি বা উদ্দেশ্যগুলি হল-

1. খাদ্য অন্বেষণ: প্রাণীরা খাদ্য অন্বেষণের জন্য স্থানান্তরে গমন করে।

2. খাদক প্রাণী থেকে আত্মরক্ষা: কোনো খাদক প্রাণী কর্তৃক আক্রান্ত হলে শিকার প্রাণীটি নিজেকে রক্ষার জন্য উক্ত স্থান থেকে পলায়ন করে। অর্থাৎ প্রাণীদের আত্মরক্ষার জন্য গমন করতে হয়।

3. ছড়িয়ে পড়া: একটি প্রাণী অনেকগুলি শাবকের জন্ম দিলে শাবকগুলি বড়ো হয়ে খাদ্য ও আশ্রয়ের জন্য বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

4. আশ্রয় বা বাসস্থান খোঁজা: প্রাণীরা তাদের পছন্দমতো ও নতুন আশ্রয়ের সন্ধানে স্থানান্তরে গমন করে।

5. প্রজনন : প্রজনন অর্থাৎ বংশবিস্তারের উদ্দেশ্যে প্রাণীদের গমনের প্রয়োজন হয়। উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনী খোঁজা, পুরুষ ও স্ত্রী প্রাণীদের যৌন মিলনের জন্য পরস্পর কাছে আসার জন্য গমনের প্রয়োজন হয়।

6. নতুন এবং অনুকূল পরিবেশের সন্ধান: অনুকূল পরিবেশের সন্ধানে প্রাণীদের গমন হয়।

Leave a Comment