ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য লেখো

ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য লেখো
ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য লেখো।
ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্যগুলি হল-
① এই ধরনের পর্বতের বিস্তার খুব কম হয়। 
② এর উচ্চতা কম হয়। 
③ দীর্ঘদিন ধরে ক্ষয় হয় বলে এদের ঢাল কম। 
④ পর্বতের শীর্ষদেশ গোলাকার বা গম্বুজাকার হয়। 
⑤ তিন ধরনের শিলা দিয়েই এধরনের পর্বত গঠিত হয়। এইগুলি খুবই কঠিন ও প্রাচীন শিলা দিয়ে তৈরি।

Leave a Comment