ক্ষয়জাত পর্বতকে অবশিষ্ট পর্বত বলে কেন
ক্ষয়জাত পর্বতকে অবশিষ্ট পর্বত বলে কেন |
বহুকাল ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূমিভাগকে ক্ষয় করে এবং ভূমিরূপের পরিবর্তন করে। উঁচু পার্বত্যভূমির কোমল শিলায় গঠিত অংশ ক্ষয়প্রাপ্ত হলে নীচু ভূভাগে পরিণত হয়। কিন্তু পর্বতের মধ্যের কঠিন শিলাগঠিত অংশ কম ক্ষয়প্রাপ্ত হয়ে পর্বত বা উচ্চভূমি হিসেবে অবস্থান করে। তাই এই ধরনের পর্বতকে ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত বা নগ্নীভূত পর্বত বলে। পুরোনো ভঙ্গিল পর্বতগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে নীচু পর্বত হিসেবে অবস্থান করছে। আরাবল্লি, অ্যাপালেচিয়ান এই জাতীয় পর্বতের উদাহরণ।
আরও পড়ুন – শৈশবের স্মৃতি রচনা