ক্ষণপদ বা সিউডোপোডিয়ার সাহায্যে গমন সম্পন্ন হয় এমন দুটি উদাহরণ দাও। অ্যামিবার গমন কৌশল চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

ক্ষণপদ বা সিউডোপোডিয়ার সাহায্যে গমন সম্পন্ন হয় এমন দুটি উদাহরণ দাও। অ্যামিবার গমন কৌশল চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো
ক্ষণপদ বা সিউডোপোডিয়ার সাহায্যে গমন সম্পন্ন হয় এমন দুটি উদাহরণ দাও। অ্যামিবার গমন কৌশল চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

ক্ষণপদের সাহায্যে গমন

অ্যামিবা ও শ্বেত রক্তকণিকার ক্ষণপদের সাহায্যে গমন সম্পন্ন হয়। দান

অ্যামিবার গমন পদ্ধতি

অ্যামিবা এককোশী প্রাণী। এদের গমন অঙ্গ ক্ষণপদ বা সিউডোপোডিয়া (pseudopodia)। দেহমধ্যস্থ প্রোটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তনের দ্বারা (সল-জেল মতবাদ) অ্যামিবা দেহের পরিধির দিকে অস্থায়ী পদ বা ক্ষণপদ সৃষ্টি করে। ক্ষণপদটি ধীরে ধীরে বর্ধিত হয় এবং এটির আঠালো অগ্রভাগটিকে কোনো কঠিন বস্তুর সঙ্গে আটকে দেয়। এরপর দেহমধ্যস্থ প্রোটোপ্লাজমকে ওই ক্ষণপদের মধ্যে ধীরে ধীরে প্রবাহিত করে; ফলে অ্যামিবার পশ্চাদ্ভাগ ক্রমশ গুটিয়ে আসে এবং ক্ষণপদটি অবলুপ্ত হয়, ফলে প্রাণীটি গতিপথের দিকে কিছুটা অগ্রসর হয়। তখন অ্যামিবা পুনরায় গতিপথের দিকে ক্ষণপদ সৃষ্টি করে আগের মতো সামনের দিকে অগ্রসর হয় এইভাবে পর্যায়ক্রমে ক্ষণপদের গঠন ও অবলুপ্তি ঘটিয়ে প্রাণীটি খুব ধীরে ধীরে স্থান পরিবর্তন করে। এরকম গতিকে অ্যামিবয়েড গতি বলে।

Leave a Comment