ক্রোমোজোম কী? ক্রোমোজোম কীভাবে তৈরি হয়

ক্রোমোজোম কী? ক্রোমোজোম কীভাবে তৈরি হয়
ক্রোমোজোম কী? ক্রোমোজোম কীভাবে তৈরি হয়?

ক্রোমোজোম কী

কোশের নিউক্লিয়াসমধ্যস্থ নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত, স্বপ্রজননশীল যে সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যগুলি বহন করে এবং প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে, তাকে ক্রোমোজোম বলে।

ক্রোমোজোম কীভাবে তৈরি হয়

কোশের নিউক্লিয়াসের মধ্যে জালকের মতো এক ধরনের গঠন থাকে যারা একে অপরকে পেঁচিয়ে থাকে। এই ধরনের গঠন হল DNA (Deoxyribonucleic acid)। DNA হল একটি জৈব অণু। নিউক্লিয়াসের মধ্যে DNA কুণ্ডলীকৃত অথবা আংশিক মুক্ত অবস্থায় থাকে। এই অবস্থায় একে নিউক্লিয় জালিকা বলে। কুণ্ডলীকৃত অবস্থায় DNA প্রোটিনকে দৃঢ়ভাবে পেঁচিয়ে থাকে। DNA-র এই কুণ্ডলীকৃত গঠনই হল ক্রোমোজোম। কোশবিভাজনের সময় নিউক্লিয়াস মধ্যস্থ সূত্রবৎ অংশ থেকে অর্থাৎ ক্রোমাটিন সূত্র থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হল প্রকৃতপক্ষে DNA অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা। কোশ বিভাজনকালে নিউক্লিয় জালিকার কুণ্ডলী খুলে গিয়ে যে নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র দন্ডাকার কাঠির মতো অংশে পরিণত হয় তাদের ক্রোমোজোম বলা হয়।

Leave a Comment