ক্রোমোজোম কত প্রকারের? ক্রোমোজোম, DNA ও জিনের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো

ক্রোমোজোম কত প্রকারের? ক্রোমোজোম, DNA ও জিনের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো
ক্রোমোজোম কত প্রকারের? ক্রোমোজোম, DNA ও জিনের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো।
ক্রোমোজোম দু-প্রকারের, যথা-অটোজোম এবং সেক্স ক্রোমোজোম।

1. অটোজোম: যেসব ক্রোমোজোম দেহগঠনে অংশ নেয় তাদের অটোজোম বলে। মানুষের কোশে অটোজোমের সংখ্যা হল 22 জোড়া বা 44 টি।

2. সেক্স ক্রোমোজোম: যেসব ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা গ্রহণ করে তাদের সেক্স ক্রোমোজোম বলে। এর সংখ্যা একজোড়া বা ২টি। পুরুষদের সেক্স ক্রোমোজোম হল ‘XY’ প্রকারের এবং স্ত্রীলোকদের সেক্স ক্রোমোজোম হল-‘XX’ প্রকারের।

ক্রোমোজোম, DNA ও জিনের আন্ত:সম্পর্ক

কোশ বিভাজনের সময় নিউক্লিয়জালক বা ক্রোমাটিন সূত্র থেকে ক্রোমোজোমের সৃষ্টি হয়। ক্রোমোজোম প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড (DNA ও RNA) দিয়ে গঠিত। সুতরাং, DNA ক্রোমোজোমের অংশ। DNA-র প্রোটিন সংশ্লেষের সংকেত বহনকারী নির্দিষ্ট অংশ হল জিন। সুতরাং, ক্রোমোজোম, DNA ও জিন পরস্পর সম্পর্কিত।

নিউক্লিয় জালক→  ক্রোমোজোম DNA→ জিন।

Leave a Comment