ক্রোমোজোমে কত প্রকারের প্রোটিন থাকে সে সম্পর্কে সংক্ষেপে লেখো। |
প্রোটিন
ক্রোমোজোমে দু-রকমের প্রোটিন থাকে, যথা- ক্ষারীয় প্রোটিন ও আম্লিক প্রোটিন।
1. ক্ষারীয় প্রোটিন: ক্রোমোজোমে প্রায় 45% ক্ষারীয় প্রোটিন থাকে। ক্ষারীয় প্রোটিন হিস্টোন জাতীয়। এতে আর্জিনিন, হিস্টিডিন ও লাইসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। হিস্টোন প্রোটিন পাঁচ রকমের হয়, যথা-H1, H2, H2B, H3 এবং H4। হিস্টোন DNA-র সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওহিস্টোন গঠন করে।
2. আম্লিক প্রোটিন: ক্রোমোজোমে 5% আম্লিক প্রোটিন থাকে। এটি ননহিস্টোন প্রকারের। আম্লিক প্রোটিনে ট্রিপটোফ্যান ও টাইরোসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে।