ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল লেখো – আজকের পর্বে ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল আলোচনা করা হল।
ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল লেখো
ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল লেখো। |
ভূমিকা
ক্রিমিয়ার যুদ্ধকে অনেকে ‘অনাবশ্যক যুদ্ধ’ বলেছেন। কিন্তু এই যুদ্ধের প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়প্রকার ফলাফলকে কেউই প্রায় অস্বীকার করতে পারেননি। তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী এই যুদ্ধ ছিল তাৎপর্যপূর্ণ।
ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল
ক্রিমিয়ার যুদ্ধের পরবর্তী পরিস্থিতিকে – বিচার করে আমরা এর ফলাফলগুলিকে দু-ভাগে ভাগ করে আলোচনা করতে পারি-প্রত্যক্ষ ফল ও পরোক্ষ ফল।
ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ ফলাফল
- এই যুদ্ধে প্রায় 50,000 মানুষ মারা যায়।
- রুশ আগ্রাসনকে সাময়িকভাবে এই যুদ্ধের দ্বারা প্রতিহত করা সম্ভব হয়েছিল।
- এর ফলে তুরস্কের অখণ্ডতা রক্ষা পায়।
- ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান এই যুদ্ধে যোগদান করেন এবং বিজয়ী হয়ে দেশে ও আন্তর্জাতিক মঞ্চে মর্যাদা লাভ করেন।
- বসফোরাস ও দার্দেনেলিস প্রণালী এবং কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে রুশ অগ্রগতি ব্যাহত হয়।
ক্রিমিয়ার যুদ্ধের পরোক্ষ ফলাফল
ক্রিমিয়ার যুদ্ধের পরোক্ষ ফলাফল অনেক বেশি গুরুত্বপূর্ণ-যেমন
- ইউরোপে রুশ বিস্তার নীতি প্রতিহত হওয়ায় রাশিয়া মধ্য এশিয়ার দিকে সাম্রাজ্য বিস্তারে মনোযোগ দেয়। ফলে রাশিয়ার জারতন্ত্রের দুর্বলতা প্রকট হয়ে পড়লে সেদেশের অভ্যন্তরেও সংস্কারের প্রয়োজনীয়তা অনুভূত হতে থাকে।
- ক্রিমিয়ার যুদ্ধের পরোক্ষ ফল হিসেবে পরবর্তীকালে ঐক্যবদ্ধ ইটালি ও জার্মানির সৃষ্টি হয়। তাই সি. ডি. এম. কেটেলবি যথার্থই বলেছেন যে ক্রিমিয়ার মাটি থেকে ঐক্যবদ্ধ ইটালি ও জার্মানির সৃষ্টি হয়েছে।
- প্রাশিয়া কোনো প্রত্যাশা ছাড়াই যোগ দিয়ে এই যুদ্ধ থেকে অনেক বেশি লাভবান হয়।
- এই যুদ্ধের ফলে মেটারনিকের প্রভাব সম্পূর্ণভাবে মুছে গিয়ে ইউরোপে নতুন প্রগতির সূচনা হয়।
- ক্রিমিয়ার যুদ্ধের ফলশ্রুতি হিসেবে রাশিয়া থেকে দাসপ্রথা উচ্ছেদ হয়।
- রাশিয়া মধ্য এশিয়ার দিকে মুখ ফেরানোয় আফগান সীমান্তে ‘রুশ ভীতি’ ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে।