ক্যাটারাক্ট কাকে বলে এবং এর প্রতিকার কী

ক্যাটারাক্ট কাকে বলে এবং এর প্রতিকার কী
ক্যাটারাক্ট কাকে বলে এবং এর প্রতিকার কী?

ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া (Cataract)

বেশি বয়স্ক লোকদের লেন্স সম্পূর্ণভাবে অস্বচ্ছ হয়ে ওঠে, ফলে সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি. ব্যাহত হয়। লোকটি সম্পূর্ণভাবে অন্ধ হয়ে যায়।

ত্রুটি সংশোধন

সার্জারি করে আক্রান্ত লেন্সটিকে চোখ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর হাই পাওয়ারের উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে দেওয়া হয়। অধুনা একটি ক্ষুদ্র প্লাস্টিক লেন্স আইরিশের পিছনে আটকে দেওয়া হয়।

Leave a Comment