কৃষিকার্যে তিনপ্রকার কৃত্রিম হরমোনের ভূমিকা আলোচনা করো। |
কৃষিকার্যে তিনপ্রকার হরমোনের ভূমিকা
(i) 2. 4-D এই কৃত্রিম হরমোনটি সাধারণভাবে আগাছানাশক হিসেবে কাজ করে। এ ছাড়াও ফুল ফোটাতে উদ্দীপনা জোগায়। আপেল, লেবু, ইত্যাদি ফলের অকাল মোচন রোধ করে।
(ii) ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড (NAA): উদ্ভিদের মূল সৃষ্টিতে ও কলম তৈরিতে বিশেষ ভূমিকা নেয় NAA। স্ট্রবেরি জাতীয় উদ্ভিদে বীজহীন ফল তৈরিতে সাহায্য করে। আনারসের ক্ষেত্রে ফুল ফোটানোয় অগ্রণী ভূমিকা নেয় NAA।
(iii) ইন্ডোল বিউটারিক অ্যাসিড (IBA): উদ্ভিদের মূল সৃষ্টিতে ও কলম তৈরিতে বিশেষ ভূমিকা নেয় IBA। টম্যাটো, স্কোয়াস, স্ট্রবেরি প্রভৃতি উদ্ভিদে বীজহীন ফল সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে IBA।