কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতির মধ্যে কোনটি সর্বাপেক্ষা উন্নত ও কেন? এর প্রয়োজনীয়তা কী? |
কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতির মধ্যে জোড়কলম সর্বাপেক্ষা উন্নত। জোড় কলমের প্রয়োজনীয়তা হল-
1. জোড় কলমের মাধ্যমে সমবৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ দ্রুত সৃষ্টি করা যায়।
2. জোড় কলমে সিয়ন অংশটি উন্নতবৈশিষ্ট্য যুক্ত হয়, নতুন কলমে সিয়নের বৈশিষ্ট্য প্রকাশ পায়। তবে অনেকক্ষেত্রে দুটি পৃথক উদ্ভিদের বৈশিষ্ট্য নতুন অপত্যে প্রকাশিত হয়।
3. আম, লিচু প্রভৃতি গাছের বংশবৃদ্ধি হতে অনেক সময় লাগে। তাই কলম তৈরির মাধ্যমে অনেক তাড়াতাড়ি এই গাছগুলির অপত্য সৃষ্টি করা যায়।
4. দুষ্প্রাপ্য উদ্ভিদগুলিকে এই পদ্ধতির মাধ্যমে বাঁচিয়ে রাখা যায় এবং সংখ্যাবৃদ্ধি করা যায়।