কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি কী কী? এই পর্বকে কটি উপপর্বে ভাগ করা হয়েছে ও কী কী

কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি কী কী? এই পর্বকে কটি উপপর্বে ভাগ করা হয়েছে ও কী কী
কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি কী কী? এই পর্বকে কটি উপপর্বে ভাগ করা হয়েছে ও কী কী?

কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যসমূহ

(i) নোটোকর্ড (Notochord; noton = পৃষ্ঠীয়, chorde = দণ্ড) : নিরেট, সরু দণ্ডের মতো, স্থিতিস্থাপক অঙ্গ যা নার্ভকর্ডের নীচে অবস্থান করে। নোটোকর্ড দেহকে দৃঢ়তা প্রদান করে।

(ii) নার্ভকর্ড (Nerve cord): নোটোকর্ডের ওপরে পৃষ্ঠদেশ বরাবর ফাঁপা, নলাকৃতি স্নায়ুরজ্জু বা নার্ভকর্ড বর্তমান।

(iii) গলবিলীয় ফুলকাছিদ্র (Pharyngeal Gill Slits): জীবনের যে-কোনো দশায় গলবিল অঞ্চলে যুগ্ম শ্বসনে সাহায্যকারী ফুলকাছিদ্র বর্তমান।

(iv) পায়ু পশ্চাৎ লেজ (Post end tail): ভারসাম্য রক্ষা ও জেনিটাল বা পায়ু অঞ্চলকে সুরক্ষিত রাখার জন্য পায়ু পরবর্তী অঞ্চলে উপস্থিত দেহ থেকে প্রবর্ধিত অংশটিই হল লেজ।

কর্ডাটা পর্বটি তিনটি (ওটি) উপপর্বে বিভক্ত। যথা- (1) ইউরোকর্ডাটা, (2) সেফালোকর্ডাটা, (3) ভার্টিব্রাটা।

Leave a Comment