কবে দ্বিতীয় ‘ভারতীয় অরণ্য আইন’ পাস হয়? এই আইনের দ্বারা কী পদক্ষেপ নেওয়া হয়? |
দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের শাসন কায়েম করতে গিয়ে বিভিন্ন প্রকার – আইন কার্যকর করেছিল- যার মধ্যে অন্যতম ছিল অরণ্য আইন। ১৮৬৫ খ্রিস্টাব্দের অরণ্য আইনের সংশোধনীরূপে ঔপনিবেশিক সরকার । ভারতে ১৮৭৮ খ্রিস্টাব্দে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাস করে।
পদক্ষেপসমূহ
এই আইনের দ্বারা-
[1] অরণ্য অঞ্চলকে তিন ভাগে ভাগ করা হয়। যথা- সংরক্ষিত, সুরক্ষিত এবং শ্রেণি বহির্ভূত অরণ্য।
[2] এই আইনের দ্বারা অরণ্য অঞ্চলের পরিচালনা, অরণ্য সম্পদের উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ আরোপিত হয়।