ওয়াভেল পরিকল্পনা কী ? এই পরিকল্পনার পরিণতি কী হয়েছিল

ওয়াভেল পরিকল্পনা কী ? এই পরিকল্পনার পরিণতি কী হয়েছিল

ওয়াভেল পরিকল্পনা কী ছিল? ওয়াভেল পরিকল্পনায় কী বলা হয়? এই পরিকল্পনার পরিণতি কী হয়েছিল

ওয়াভেল পরিকল্পনা কী ছিল? ওয়াভেল পরিকল্পনায় কী বলা হয়? এই পরিকল্পনার পরিণতি কী হয়েছিল?

ওয়াভেল পরিকল্পনা

বড়োলাট ওয়াভেল ভারতের জটিল রাজনৈতিক পরিস্থিতির মোকাবিলা করতে কতকগুলি প্রস্তাব পেশ করার পরিকল্পনা করেন, যা ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত। এই পরিকল্পনায় তিনি ক্রিপস প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানান।

ওয়াভেল পরিকল্পনার বক্তব্যসমূহ

এই পরিকল্পনায় বলা হয়-

  • শীঘ্রই সরকার ক্ষমতা হস্তান্তর ও সংবিধান রচনার কাজ শুরু করবে।
  • নতুন সংবিধান রচিত না হওয়া পর্যন্ত ভারতীয়দের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে।
  • বড়োলাটের কার্যনির্বাহক সমিতি পুনর্গঠিত হবে এবং তাতে একমাত্র বড়োলাট ও প্রধান সেনাপতি ব্যতীত সকল সদস্যই ভারতীয় হবেন।
  • কার্যনির্বাহক সমিতিতে বর্ণহিন্দু ও মুসলিমদের সমান অনুপাত থাকবে।
  • ভারতের প্রতিরক্ষার দায়িত্ব যতদিন ব্রিটিশ সরকারের হাতে ন্যস্ত থাকবে, ততদিন সামরিক দপ্তরও ব্রিটিশ সরকারের হাতেই থাকবে।

ওয়াভেল পরিকল্পনার পরিণতি

(ক) সিমলা বৈঠক আহ্বান

ওয়াভেল পরিকল্পনার বিষয়গুলি আলোচনার জন্য লর্ড ওয়াভেল সিমলাতে ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৫ জুন একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করেন।

(খ) মুসলিম লিগের প্রতিক্রিয়া

সিমলা বৈঠকে মুসলিম লিগের পক্ষ থেকে মহম্মদ আলি জিন্নাহ পাকিস্তান রাষ্ট্রের দাবিতে অটল থাকেন ও দাবি করেন বড়োলাটের কার্যনির্বাহক সমিতির মুসলিম সদস্যরা একমাত্র লিগ দ্বারা মনোনীত হবেন।

(গ) কংগ্রেসের প্রতিক্রিয়া

জিন্নাহ লিগের দ্বারা মুসলিম সদস্য নিয়োগের দাবি জানালে মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বাধীন কংগ্রেস সেই দাবি মেনে নিতে অস্বীকার করে।

(ঘ) রক্ষণশীল দলের ভূমিকা

ব্রিটেনের রক্ষণশীল দল ওয়াভেল পরিকল্পনাকে বাস্তবায়িত করেনি, কারণ তখনও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের ভারত ত্যাগের ইচ্ছা ছিল না।

মুসলিম লিগের একগুয়েমি মনোভাবের জন্য সিমলা বৈঠক ব্যর্থ হলে ওয়াভেল পরিকল্পনাও তার কার্যকারিতা হারায়।

FAQs on – ওয়াভেল পরিকল্পনা কী ? এই পরিকল্পনার পরিণতি কী হয়েছিল

ওয়াভেল পরিকল্পনা কি?
 
 বড়োলাট ওয়াভেল ভারতের জটিল রাজনৈতিক পরিস্থিতির মোকাবিলা করতে কতকগুলি প্রস্তাব পেশ করার পরিকল্পনা করেন, যা ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত।
লর্ড ওয়াভেল কে ছিলেন?
 
আর্চিবল্ড পারসিভাল ওয়াভেল ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর সিনিয়র অফিসার। তিনি 1941 সালের জুলাই থেকে 1943 সালের জুন মাস পর্যন্ত ভারতের সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
ওয়াভেল পরিকল্পনা কত সালে হয়?
 
ওয়াভেলের পরিকল্পনা 1945 সালে চালু হয়েছিল।
ওয়াভেল পরিকল্পনা কবে পেশ করা হয়?
 
1945 সালে।

Leave a Comment