উপযোজন কাকে বলে বুঝিয়ে লেখো। প্রাত্যহিক জীবনে উপযোজনের গুরুত্ব লেখো। |
উপযোজন (Accomodation)
স্থান পরিবর্তন না করে অক্ষিগোলকের পেশি ও লেন্সের সাহায্যে যে পদ্ধতিতে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় তাকে উপযোজন বা অ্যাকোমোডেশন বলে।
সহজভাবে বলা যেতে পারে, চোখের লেন্সের ফোকাস দূরত্ব বা ফোক্যাল লেংথ (focal length)-এর খাপ খাওয়ানোর ক্ষমতাকে উপযোজন বলে। লেন্স-এর দুপাশে সিলিয়ারি পেশি থাকে। এই পেশির সংকোচন ও শ্লথনের ফলে লেন্সের বক্রতার কিছু পরিবর্তন ঘটে। লেন্সের বক্রতার পরিবর্তন লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটায়। সুতরাং উপযোজন হল চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার ক্ষমতা।