উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। |
উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য
উদ্ভিদ হরমোনের প্রধান বৈশিষ্ট্যগুলি হল:
① উৎস: উদ্ভিদ হরমোন প্রধানত কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপন্ন হয়। এ ছাড়া ভূণমুকুল, ভ্রূণমুকুল আবরণী, বীজপত্র, মুকুলিত পত্র, সস্য, ইত্যাদিও হরমোনের উৎসস্থল।
② পরিবহণের ধরন: উদ্ভিদ হরমোন ব্যাপন প্রক্রিয়ায় কোশ থেকে কোশান্তরে বাহিত হয়। জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদ হরমোন বাহিত হয়।
③ কাজ: (a) উদ্ভিদ হরমোন উদ্ভিদের কোশে কোশে রাসায়নিক সমন্বয় সাধন করে।
(b) হরমোন উদ্ভিদের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে।
(c) উদ্ভিদের বৃদ্ধি ও কোশবিভাজন নিয়ন্ত্রণ করে।
(d) উদ্ভিদ হরমোন ফুলের উৎপত্তি ও পরিস্ফুটন এবং যৌন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে।
④ পরিণতি: উদ্ভিদ হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়।