উদ্ভিদের প্রধান তিন প্রকার চলন উদাহরণ সহযোগে সংক্ষেপে আলোচনা করো

উদ্ভিদের প্রধান তিন প্রকার চলন উদাহরণ সহযোগে সংক্ষেপে আলোচনা করো
উদ্ভিদের প্রধান তিন প্রকার চলন উদাহরণ সহযোগে সংক্ষেপে আলোচনা করো।

উদ্ভিদের বিভিন্ন প্রকার চলন

উদ্ভিদের চলন প্রধানত তিন প্রকারের, যথা-ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন এবং ট্রপিক চলন।

ট্যাকটিক চলন: বহিঃস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলে।

উদাহরণ: (i) আলোক উদ্দীপকের প্রভাবে শৈবালের স্থান পরিবর্তন। (ii) মস, ফার্ন ইত্যাদি উদ্ভিদের শুক্রাণুর যথাক্রমে গ্লুকোজ ও ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে চলন। 


ন্যাস্টিক চলন: উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়, তখন তাকে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলে।

উদাহরণ: (i) লজ্জাবতী লতা স্পর্শ করলে তৎক্ষণাৎ পত্রকগুলি মুদে যায়। (ii) পদ্মফুল তীব্র আলোকে ফোটে এবং কম আলোক মুদে যায়।

ট্রপিক চলন: উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে হয়, তখন তাকে ট্রপিক চলন বা দিকনির্ণীত চলন বলে।

উদাহরণ: উদ্ভিদের বিটপের আলোর উৎসের দিকে গমন।

Leave a Comment