উড্রো উইলসনের ‘চোদ্দো দফা’ নীতির শর্তগুলি লেখো
উড্রো উইলসনের ‘চোদ্দো দফা’ নীতির শর্তগুলি লেখো। |
ভূমিকা
চোদ্দো দফা নীতির শর্তাবলি
① জার্মানি অধিকৃত অঞ্চলসমূহ ছেড়ে দিয়ে তার পূর্বের সীমানায় ফিরে যাবে।
② আলসাস-লোরেন অঞ্চল ফ্রান্সকে ফিরিয়ে দিতে হবে।
③ পোল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র রূপে স্বীকৃতি দিতে হবে।
④ জাতীয়তার ভিত্তিতে বলকান, অস্ট্রিয়া ও হাঙ্গেরিকে পুনর্গঠিত করা হবে।
⑤ উপনিবেশে উদারনীতি গ্রহণ করতে হবে।
⑥ গোপন কূটনীতি ত্যাগ ও অবাধ বাণিজ্য নীতি গ্রহণ করা হবে।
⑦ সমুদ্রপথে প্রত্যেক দেশ স্বাধীনভাবে যোগাযোগ করতে পারবে।
⑧ যুদ্ধাস্ত্র হ্রাস করতে হবে।
⑨ বিরোধ মীমাংসার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা হবে।
⑩ সৈন্য অপসারণ করে বেলজিয়ামের নিরপেক্ষতা মানতে হবে।
⑪ রাশিয়া থেকে সৈন্য অপসারণ করতে হবে।
⑫ অস্ট্রিয়া-হাঙ্গেরিকে স্বায়ত্তশাসনের অধিকার দিতে হবে।
⑬ দার্দানেলিস প্রণালী সব রাজ্যের কাছে উন্মুক্ত করতে হবে।
14 প্রত্যেক রাষ্ট্রের স্বাধীনতা রক্ষার দায়িত্ব আন্তর্জাতিক সংস্থাকে নিতে হবে।